গ্রাহকেরা ইচ্ছেমত বদলাতে পারবে বিদ্যুৎ কোম্পানি, নতুন প্রকল্প লাগু করতে চলেছে মোদী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ দেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া কেন্দ্র সরকার এবার খুব শীঘ্রই বিদ্যুৎ গ্রাহকদের আরও একটি উপহার দিতে চলেছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, মোদী সরকার এবার প্রতিটি রাজ্যে চার থেকে পাঁচ কোম্পানিকে বিদ্যুৎ বিতরণ লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিচ্ছে। এর সাথে সাথে গ্রাহকদের সুযোগ দেওয়া হবে যে, তাঁরা ইচ্ছেমতো যেকোন কোম্পানির বিদ্যুৎ নিতে পারবে। গ্রাহকেরা যেকোন সময় বিদ্যুৎ কোম্পানি বদলাতে পারবে। কেন্দ্র সরকার এর জন্য রাজ্য গুলোকে নির্দেশ দিয়ে জানিয়েছে যে, তাঁরা এক বছরের মধ্যে যেন কৃষি ফিডার গুলোকে আলদা করে দেয়।

101098202 electricity 2

হিন্দুস্তান টাইমসে ছাপা খবর অনুযায়ী, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং শুক্রবার গুজরাটের কেবডীয়া শহরে রাজ্যের বিদ্যুৎ এবং অক্ষয় উর্জা মন্ত্রীদের সন্মেলনে জানান যে, রিটেল বিজনেস সরকারের কাজ না। উনি বলেন, সমস্ত রাজ্যে কেন্দ্র সরকার তিন থেকে চারটি ছোট ব্যাক্তিগত কোম্পানি নির্ধারিত করবে। সেই কোম্পানি গুলো ওই রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করবে। এরফলে একদিকে সরকারের লোকসানের ভরপাই হয়ে যাবে, আরেকদিকে গ্রাহকেরা নিজের ইচ্ছেমত যখন তখন বিদ্যুৎ কোম্পানি বদলাতে পারবে।

Union Power Minister RK Singh.
Union Power Minister RK Singh

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের বর্ধিত দাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। উনি বলেন, কিছু রাজ্যে বিদ্যুতের দাম আট টাকা প্রতি ইউনিট, কিন্তু বিদ্যুৎ কোম্পানি গুলো এর থেকে অনেক কমদামে গ্রাহকদের বিদ্যুৎ দিতে পারে। বৈঠকে বিদ্যুতের দাম গোটা দেশে এক করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী জানান, উনি এই বিষয় নিয়ে দেখেছেন। খুব শীঘ্রই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, রাজ্যের সরকারি বিভাগ গুলোর কাছে ৪৭ হাজার কোটি টাকা বকেয়া আছে। সরকারি বিভাগ গুলো নিজেদের বিল চুকিয়ে দিলে বিদ্যুৎ কোম্পানি গুলো লাভের মুখ দেখবে। উনি বলেন, অনেক সরকারি দফতর খুব শীঘ্রই প্রিপেড মিটার লাগাতে চলেছে। যেই বিভাগ যত টাকার ট্যারিফ নেবে, ততটাই বিদ্যুৎ পাবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর