মোদী সরকারের বড় ঘোষণা: সরকারী হোক বা বেসরকারী, কর্মচারীরা পেতে চলেছেন এই বিশেষ উপহার

বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন ১ লা অক্টোবর থেকে ‘লেবার কোড’ (labour code) নিয়ম চালু করতে চাইছে মোদী সরকার। এই নিয়মের ফলে কর্মীদের টেক হোম বেতন কিছুটা কমে গিয়ে PF তহবিলে বেশি করে সঞ্চিত হবে, যা ভবিষ্যতে কাজে দেবে।

কেন্দ্র সরকার দ্রুতই ৪ টি শ্রম আইন বাস্তবায়িত করার লক্ষ্যে রয়েছে। গত ১ লা জুলাই থেকেই এই কাজ শুরু করার পরিকল্পনা করলেও, কিছুটা দেরী হয়ে গেল। এই আইন চালু করার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারেরই সম্মতির প্রয়োজন। আর এই নতুন আইনের ফলে কর্মীদের বেতন কাঠামোর অনেক পরিবর্তন করা সম্ভব হবে।

   

এই নতুন আইনের মাধ্যেম কর্মীদের মূল বেতন এবং PF-র বিষয়ে বেশ কিছু পরিবর্তন আসবে। মূল বেতন ১৫০০০ টাকা থেকে বেড়ে গিয়ে ২১০০০ টাকা হতে পারে। শ্রমিক ইউনিয়নের বহুদিনের দাবি মেনে যদি এমনটা করা হয়, তাহলে কর্মীদের বেতন বৃদ্ধি পাবে। যার ফলে মোট বেতনের ৫০ শতাংশ হবে মূল বেতন। আর PF-র সঙ্গে যুক্ত হবে মূল বেতন এবং মহার্ঘ ভাতা।

নিয়োগকর্তারা তাঁদের কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভাগে ভাগ করে। সেক্ষেত্রে মূল বেতন কম থাকায়, PF-ও কম সঞ্চয় হত। তবে এখনেই নতুন আইন অনুসারে, মোট বেতনের ৫০ শতাংশ হারে সঞ্চিত হবে PF।

এই নতুন নিয়মের ফলে বেসিক বেতন ৫০ শতাংশ বা তার বেশিও হতে পারে। যার দরুন PF-এও বেশি পরিমাণে অর্থ সঞ্চিত এবং চাকরী শেষে বেশি পরিমাণে অর্থ পাবেন কর্মচারী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর