মোদী সরকারের এই বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের জন্য বাড়ানো হল বরাদ্দ- ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে পদক্ষেপ মোদী সরকারের

এবছরের কেন্দ্রীয় বাজেটে বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রের জন্য বেশ অনেক সুবিধা দেওয়া হয়েছে। বিজ্ঞান এবং প্রযুক্তির প্রায় সমস্ত দপ্তরের জন্যই এই বাজেটে উন্নতির রাস্তা খুলে দেওয়া হয়েছে। বাজেট পেশের সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, ” আমরা বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে উন্নতিসাধনের মাধ্যমে একটি বড় এবং প্রগতিশীল অর্থনীতি গড়ে তুলতে চাই।” ভারতের নীতি নির্ধারকরা বেশ অনেক বছর ধরে আবেদন জানিয়ে আসছিলেন, যাতে ভারত কোয়ান্টাম টেকনোলজি ব্যাবহার করে ভারতের জনগনের উন্নতিসাধন করা যায়। এবার মোদী সরকার সেই দিকেই হাঁটতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

pti 660 271119122649

ইসরোর টেকনোলজি এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে দক্ষতা ও অগ্রগতির কারনে ভারত মহাকাশ গবেষণায় একটি অন্যতম নাম হয়ে উঠেছে। এবারে মোদী সরকার ইসরো সহ বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের জন্য বাজেটে  বরাদ্দের পরিমান বহুগুনে বাড়িয়ে দিয়েছে যার ফলে আগামী দিনে ভারতে বিজ্ঞান চর্চার ক্ষেত্র অনেকখানি প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও উল্লেখযোগ্য বিষয়, বায়োটেকনোলজি দপ্তরের এবছর সবথেকে বেশি উন্নতি হয়েছে, প্রায় ১৭%। আর এবছর এই দপ্তরের জন্য বরাদ্দের পরিমান বাড়িয়ে ২,৭৮৬ কোটি করা হয়েছে যা বিগত অর্থবর্ষে ছিল ২,৩৮১ কোটি। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর মোট বরাদ্দের ১৪% পেতে চলেছে যার পরিমান ৬,৩০১ কোটি এবং আর্থ সায়েন্স দপ্তরের জন্য রয়েছে ২,০৭০ কোটি।

সায়েন্টিফিক অ্যানড ইন্ডাসট্রিয়াল রিসার্চ দপ্তরের বরাদ্দ ১০% বাড়িয়ে করা হয়েছে ৫,৩৮৫ কোটি। সর্বসাকুল্যে, এবারের কেন্দ্রীয় অর্থ বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের জন্য বরাদ্দের পরিমান বাড়ানো হয়েছে ১৬,৫৪২ কোটি যা গত অর্থবর্ষের তুলনায় ১৩% বেশি।

সম্পর্কিত খবর