চীনের ইস্যুতে ভালো মুডে নেই মোদী, ওরা চাইলে আমি সমস্যা মেটাতে এগিয়ে যাবঃ ডোনাল্ড ট্রাম্প

বাংলাহান্ট ডেস্কঃ লাগাতার চীনের দাদাগিরির দেখতে দেখতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দিল কড়া হুঁশিয়ার। সম্প্রতি ভারতের লাদাখ সীমান্তে চীনের সেনার অনবরত সংঘাতের জেরে বিরক্ত রয়েছে ভারত সরকার। এরই মাঝে আবার এই বিষয়ের উপর মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প (Donald Trump) জানালেন মোদীর মনোভাব।

ট্রাম্পের বক্তব্য
হোয়াইট হাউসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, ‘ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি। আমি তাঁকে অতীব পছন্দ করি। বর্তমানে দুই দেশ সংঘর্ষের মুখোমুখী হয়েছে। প্রায় ১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশ চীন এবং ভারত। দুই দেশেই প্রচণ্ড শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর একদম মেজাজ ঠিক নেই’।

আমি মধ্যস্থতা করাতে রাজি
মার্কিন প্রেসিডেন্ট একদিন আগেই ট্যুইট মারফত এই সমস্যার সমাধানের কথা বলেছিলেন। প্রয়োজনে তিনি দুই দেশের মধ্যেকার সমস্যা মিটিয়ে দেবে এমনটাও জানিয়েছিলেন, তবে অবশ্যই তারা যদি মনে করেন। ট্রাম্প সর্বদা মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বর্তমানে আমেরিকা এবং ভারতের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক বিরাজ করছে। সেই বন্ধুত্বের দিক থেকে বিবেচনা করেই, ট্রাম্প সরকার এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন।

চীন -ভারত সংঘর্ষ
নিজেদের উপর থেকে করোনা ভাইরাসের দোষারোপের নজর সরাতে চীন বর্তমানে ভারতের লাদাখ সীমান্তে সংঘাতে মেতে উঠেছে। ভারতও ছেড়ে দিতে নারাজ। চীনের প্রতিটি আঘাতের যোগ্য পাল্টা জবাবও দিচ্ছে প্রতি পদে। চলতি মাসের শুরু থেকেই লাদাখে চীনা ঘাঁটি বাড়ার উদ্যেশ্যে চাইনিজ সেনা ভারতীয় সেনারা মুখোমুখি হয়েছে। সেই কারণে ২২ শে মে সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারওয়ান লাদাখ সফরেও গিয়েছিলেন। বর্তমানে LAC-তে চরম উত্তেজনা বিরাজ করছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর