একশন মুডে মোদী সরকার ! কাশ্মীরে বন্ধ ইন্টারনেট পরিষেবা, শীঘ্রই হবে বড়সড় ঘোষণা

জম্মু-কাশ্মীরে এবার বড়ো কোনো একশন হতে পারে, যার জন্য পুরো দেশকে প্রস্তুত থাকা উচিত। ব্যাপক দ্রুতগতিতে পরিস্থিতির পরিবর্তন লক্ষণীয়। তবে এটা বোঝা যাচ্ছে যে দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। কারণ কাশ্মীরে কিছু বড় হবে বলে অনুমান অনেকের। কাল অর্থাৎ ৪ আগস্ট অমিত শাহ অনেক গুলি হাই লেভেলের মিটিং করেছে। অমিত শাহ ও গৃহ সচিব এর সাথে রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শকার অজিত ডোভালের মিটিং চলার পর,মিটিং দিয়ে বেরোনোর সময় অজিত দোভালের হাসি ও জোশ দেখে আরোই বিশ্বাস বেড়ে গেছে যে কিছু বড় হতে চলেছে যার জন্য দেশকে প্রস্তুত থাকতে হবে।

images 2019 08 05T094621.027

এছাড়া কিছু কিছু ঘন্টা আগে খবর পাওয়া গেছে যে পুরো জম্মু কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ , যদিও কেবেল ইন্টারনেট এখনো চলছে। ৫ আগস্ট অর্থাৎ আজ সকাল ৯ টা বেজে ৩০ মিনিটে দিল্লীতে প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে উচ্চ ক্যাবিনেট বৈঠক করবেন। একই সাথে বিজেপি এর সব সংসদকে ওহিপ জারি করা হয়েছে। এই মিটিং এর পরই মোদি সরকার কি বড় পরিবর্তন করতে চলেছে তা জানতে পারা যাবে, শুধু আর কিছু সময়ের প্রতীক্ষা।

কাশ্মীরে ইন্টারনেট বন্ধ হ আর এদিকে উমর আব্দুল্লা রাত ১১ তার সময় বলেছে যে তাকে হাউস এররেস্ট করা হয়েছে আর সাথে তিনি আল্লাহ এর কাছে বাঁচিয়ে নেওয়ার ভিক্ষা চেয়েছেন। যাদের হাউস এরেস্ট করা হয়েছে তাদের মধ্যে উমর আব্দুল্লাহ এর সাথে মেহবুবা মুফতির নামও আছে বলে জানা গেছে। কাশ্মীরকে নিয়ে রাজ্যপাল সত্যপাল মল্লিকও কিছু জানতে অস্বীকার করেছেন। তিনি বলেন ” আমি কিছু জানিনা যে কি হতে চলেছে কাশ্মীরে, এবং ধারা 370 ও 35A সরানো হবে কিনা তাও জানিনা। তাই সবাই ৫-৭ আগস্ট অব্দি প্রতীক্ষা কর, তার পরেই কিছু বলা সম্ভব হবে।”

সম্পর্কিত খবর