আন্তর্জাতিক দরবারে দেশের সম্মান বেড়েছে, মার্কিন সফর থেকে ফিরেই বললেন মোদী

বাংলা হান্ট ডেস্ক : সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রে অনাবাসী ভারতীয়দের আয়োজনে হাওড়া মোদী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ছাড়াও একাধিক কর্মসূচি নিয়ে মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রেখেছেন তিনিই৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর তবে দুই রাষ্ট্রপ্রধান দুজনের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার আসন্ন নির্বাচনে ট্রাম্পকে আবার বিজয়ী করার বার্তা দিয়েছেন তিনি এবার মার্কিন সফর থেকে ফিরে উচ্ছ্বাসের জোয়ারে ভেসে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

দেশের মাটিতে পা রাখা মাত্রই মোদী মোদী স্লোগানে মুখরিত হল গোটা দেশ৷ বিশ্বের দরবারে দেশের সম্মান অনেকটাই বেড়েছে দেশে ফিরে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শনিবার পালাম বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়৷ এর পর দেশের মানুষের উদ্দেশে ভাষণ দিতে শুরু করেন তিনি, সকলেই যে ভাবে তাঁকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে তাই এ বারের দেশে ফেরা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে৷ তাই তো গোটা দেশবাসীকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

প্রথমবার প্রধানমন্ত্রীর জমানায় রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পর চলতি বছরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে যোগ দিলেন তিনি, তবে এই পাঁচ বছরে তিনি অনেক পরিবর্তন দেখেছেন জানালেন মোদী৷ ভারতের সম্মান ভারতের প্রতি উত্সাহ যে ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বেড়েছে পাশাপাশি হিউস্টনে মোদীর অনুষ্ঠান যেভাবে সাফল্যমণ্ডিত হয়েছে তাতে তিনি খুব খুশি বলেও জানান এবং ভারতের সমস্ত সম্প্রদায় যেভাবে একই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তা তাঁর ভীষণ পছন্দের এমনটাই জানিয়েছেন মোদী৷

এর পাশাপাশি ভারতীয় সেনা জওয়ানদের সাহসকে কুরনিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী, তিন বছর আগে সার্জিক্যাল স্ট্রাইক করে জওয়ানরা যেভাবে দেশের গৌরব ধরে রেখেছে তাতে তিনি গর্বিত বলেও জানান৷ বক্তব্য রাখার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আসন্ন দুর্গাপুজো ও নবরাত্রির শুভেচ্ছাও জানিয়েছেন৷

সম্পর্কিত খবর