100 দিনের কাজের খতিয়ান তুলে কংগ্রেসকে তুলোধোনা করলেন মোদী

সদ্যই মোদীর দ্বিতীয় জমানায় শততম দিন পূর্ণ হল৷ শততম দিন পূর্ণ হওয়ার পর রবিবার হরিয়ানার একটি সভা মঞ্চ থেকেই শাসকদলের খতিয়ান এবং বিরোধীদের খতিয়ান তুলে বক্তব্য রাখলেন৷ শুধু তাই নয় বিরোধীদের আক্রমণ শানালেন তিনি৷ মাত্র 100 দিনে কাজের হিসেব তুলে ধরে এ দিন মোদী জানান একশো দিনের কাজে যা কাজ হয়েছে সেটি নাকি গত 60 বছরে হয়নি৷ অক্টোবরে হরিয়ানার বিধানসভা নির্বাচন তাই, রবিবার থেকেই মোদীর হাত ধরে নির্বাচনী প্রচার শুরু করলে সে রাজ্যের শাসকদল৷ নির্বাচনী প্রচারে এসে মোদী সরকারের দ্বিতীয় জমানায় একশো দিনের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

এই একশো দিনে কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন৷ বিশেষ করে একশো দিনে জম্মু কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার, জম্মু কাশ্মীর ও লাদাখ থেকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত এবং তিন তালাক বিরোধী আইনের মতো গুরুত্বপূর্ণ যে সমস্ত সিদ্ধান্ত লোকসভা ও রাজ্যসভায় নেওয়া হয়েছে সে বিষয়েও প্রসঙ্গ তোলেন মোদী৷ এমনকি সম্প্রতি এই তিনটি বিল পাস হওয়ার আগে অভি মধ্যরাত পর্যন্ত চলা অধিবেশন নিয়েও তিনি কৃতিত্বের দাবি রেখেছেন৷

যদিও এর আগে বার বার জম্মু কাশ্মীর উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহারের কারণ এবং ফলাফল জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী তবুও হরিয়ানার নির্বাচনী প্রচারে এসে মোদী দেশের অর্থনীতির ভিতকে মজবুত করতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করার পর কাশ্মীর ইস্যু নিয়ে সমস্যা সমাধানে তাঁরা সদা সচেষ্ট বলে জানান৷

তবে শুধু নির্বাচনী প্রচারে দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্য তুলে ধরা নয় এ দিন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের ভূয়সী প্রশংসা করে তাঁর জন্য উন্নয়নের তালিকা তুলে ধরেই ন৷ এমনকী লোকসভায় হরিয়ানা থেকে বিজেপির 10টি আসনে জয়লাভ নিয়েই গর্বিত মোদী হরিয়ানার মানুষের সমর্থনকে অভিনন্দন জানিয়েছেন৷ পাশাপাশি এ দিন মোদী কংগ্রেসকে কটাক্ষ করে তুলোধোনা করতেও ছাড়েননি৷ লোকসভায় হেরে গিয়ে কংগ্রেস নাকি মুখে কুলুপ এঁটেছে এমনটাও বলেন তিনি৷

সম্পর্কিত খবর