করোনার জেরে বাজারে মিলছে মোদী-রাহুলের মুখের আদলে তৈরি মাস্ক, রমরমিয়ে হচ্ছে বিক্রি

বাংলাহান্ট ডেস্কঃ সব ধরনের নকশা আঁকা মাস্ক পিছনে ফেলে নরেন্দ্র মোদীর (Narendra modi) মুখের আদলে আঁকা মাস্ক বিক্রি হচ্ছে রমরমিয়ে। সম্প্রতি, করোনা (corona) নিয়ে সারা দেশজুড়ে যেন হৈ হৈ রব পড়ে গেছে। দিনে দিনে বেড়ে চলেছে মৃতের সংখ্যা, পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঠেকানো যাচ্ছে কিছুতেই। আর এই সংক্রমণ রুখতে সরকার থেকে চিকিৎসক ও বিশেষজ্ঞরা সবাই সামজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। পাশপাশি মাস্ক পড়াটাও বাধ্যতামূলক করে দিয়েছে।

জানা গিয়েছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ প্রথমে শুধু স্বাস্থ্যজনিত সতর্কতা হিসেবেই ব্যবহৃত হচ্ছিল মাস্ক। কিন্তু এখন তা দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠছে। তাই মাস্কেও আসছে নতুন নতুন নকশা এবং অভিনবত্ব।

যেমন ইতিমধ্যেই বাজারে চলে এসেছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখের আদলে তৈরি মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোন বা কংগ্রেস রাহুল গান্ধি, বাজারে ঢুঁ মারলে সবেরই খোঁজ মিলছে। আঞ্চলিক নেতাদের মুখের আদলেও মাস্ক বিক্রি হতে শুরু হয়েছে কোথাও কোথাও। যেমন ভোপালের (Bhopal) বাজারে মিলছে কংগ্রেস নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের মুখের আদলের মাস্ক।

তবে মাস্কের বাজারেও অন্যান্য নেতাদের টেক্কা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলে তৈরি মাস্কের চাহিদাই সবথেকে বেশি। মধ্যপ্রদেশের ভোপালেও মাস্ক বিক্রেতারা সেরকমই জানাচ্ছেন৷ চিকিৎসক, বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেতারা বার বার আবেদন করলেও এখনও পর্যন্ত সবাই মাস্ক পরে বাইরে বেরনোর বিধি মানছেন না। এবার প্রিয় রাজনৈতিক নেতাদের মুখের আদলে তৈরি মাস্ক পরে বেরনোর তাগিদে সেই প্রবণতা কিছুটা কমে কি না, সেটাই এখন দেখার।

সম্পর্কিত খবর