মোদী সরকার মুখে গান্ধী, মনে গডসে : আসাদউদ্দিন ওয়াইসি

বাংলা হান্ট ডেস্ক : 2 অক্টোবর তারিখে গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি পালন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে গান্ধীজির জন্মদিন উপলক্ষ্যে সকালে ট্যুইট বার্তায় গান্ধীজিকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর গান্ধী ঘাট থেকে মহত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সবরমতী আশ্রমের দিকেও রওনা হন। এদিন গান্ধীজির জন্মদিনে দেশকে গান্ধীজির আদর্শে গড়ে তুলতে একাধিক প্রতিশ্রুতির কথাও বলেন তিনি। তবে এসব কিছুকে কার্যত লোক দেখানো বললেন মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

যদিও এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার কোনো কাটছাঁট নয় একেবারে সোজাসাপটা প্রধানমন্ত্রীর সমালচনায় সরব হলেন তিনি।গান্ধীজির জন্মদিন উপলক্ষ্যে যে বার্তা দিয়েছিলেন তার জন্য তিনি প্রধানমন্ত্রীকে তুলধনা করে মুখে গান্ধী মনে মোদীর গডসে রয়েছেন বলে জানান।

অরঙ্গাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে ওয়েইসি বিজেপি সরকারের সমালচনা করে নাথুরাম গডসেকে নায়কের মর্যাদা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে গান্ধীজিকে হাতিয়ার করে বিজেপি ব্যবসা চালাচ্ছে বলে কটাক্ষ করেন। পাশাপাশি গোটা দেশকে বিজেপি বোকা বানাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নাথুরাম গডসের গান্ধীজিকে গুলি করার প্রসঙ্গও চেনে আনেন এদিনের নির্বাচনী প্রচারে।

অন্যদিকে গান্ধীজির দেশের প্রতি দেশের মানুষের প্রতি যে ভালোবাসা ছিল তা যে এই বিজেপি সরকারের বিন্দুমাত্র নেই সে ব্যাপারেও বলেন তিনি। এমনকি গান্ধীজি চাষীদের প্রতি সহমর্মিতা দেখাতেন আর এই বিজেপি সরকারের জন্য চাষিরী আত্মহত্যা করছে বলেও অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি গান্ধীজির ভাবনা এখন দেশের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর