অবসান ঘটল জল্পনার, মুকুল রায়ের দিল্লীর বাড়িতে ফিরল মোদী শাহের ব্যানার

বাংলাহান্ট ডেস্কঃ মুকুল রায় (Mukul Roy) এবং তার পুত্রকে নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক জলঘোলা হচ্ছিল। তারা কি এবার সত্যিই বিজেপি ছাড়ছেন? এই নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। বিরোধীদের বিভ্রান্তিকর মন্তব্যকে আরও উস্কে দিয়েছিল মুকুল রায়ের দিল্লীর বাড়ির মোদী শাহের ব্যানার !

আচমকা দিল্লীর বৈঠক থেকে কলকাতায় চলে আসা, এবং তারপর তার দিল্লীর বাড়ির থেকে বিজেপির হোর্ডিং সরিয়ে নেওয়া, সব কিছু মিলিয়ে জল্পনা ছিল তুঙ্গে।

ফিরে এল মুকুলের বাড়ির হোর্ডিং
সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও মুকুল রায়ের দিল্লীর সরকারি বাংলোতে ফিরে আসল বিজেপির হোর্ডিং। এপ্রসঙ্গে মুকুল রায় জানিয়েছিলেন, ‘পুরোনো হোর্ডিংটা ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিল। সেইসঙ্গে দলের নতুন নেতৃত্বদের ছবিও যুক্ত করতে হবে, তাই সরানো হয়েছিল’। তবে এবিষয়ে অনেকের মত, দিল্লীতে সেভাবে কোন ঝড় বৃষ্টি হয়নি, যার ফলে হোর্ডিং নষ্ট হয়ে যেতে পারে।

হোর্ডিং-এ নতুন সংযোজন
মুকুল রায়ের কথা মত নতুন হোর্ডিং-এ পরিবর্তনও লক্ষ্য করা গেল। নরেন্দ্র মোদী, অমিত শাহের সাথে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার ছবি সহ যুক্ত হয়েছে রাজ্যের ১৮ জন বিজয়ী বিজেপি সংসদের ছবি। পাশাপাশি আরও দেখা গেল, ‘বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদের একমাত্র লক্ষ্য’ এই নতুন শ্লোগানও। সেইসঙ্গে দিল্লীর বাংলোর মূল গেটের সামনে থাকা মোদী-শাহের দুটি কাটআউটও নতুন করে লাগানো হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজেপিতে যুক্ত হয়ে আমি ১০০% সন্তুষ্ট
দিল্লীর বৈঠক থেকে আচমকা চলে আসার বিষয়ে মুকুল রায় জানিয়েছিলেন, চোখের সমস্যার জন্যই তিনি ফিরে এসেছিলেন। তবে গত রবিবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘বিজেপিতে যুক্ত হয়ে আমি ১০০% সন্তুষ্ট। আমি বিজেপিতে ছিলাম, আছি আর থাকবও। এখানে কারো সাথে আমার কোন বিরোধ নেই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর