পেঁয়াজের দাম কমাতে বড় সিদ্ধান্ত নিলো মোদি সরকার

বাংলা হান্ট ডেস্ক : টানা প্রায় দু তিন মাস ধরেই পেঁয়াজের দাম একেবারে ঊর্ধ্বমুখী। আকাশ ছোঁয়া দামে পেঁয়াজ কিনতে গিয়ে কার্যত মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে মধ্যবিত্তদের। দেশের বাজারে নিয়ে পেঁয়াজের দাম কমার কোনও নাম গন্ধ নেই যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরি হওয়ার রাজ্যবাসীর কিছুটা হলেও নাগালের মধ্যে এসেছে পেঁয়াজ। কিন্তু বিয়ের মরসুমে পেঁয়াজের চড়া নাম, একেবারে যেন ঠিক সোনার মতো।

তাই তো বাজারে গেলে রিয়াজকে এড়িয়ে চলছেন অনেকেই। কেউ কেউ আবার ব্যঙ্গ করে পেঁয়াজের দাম সোনার দামের সমান হয়ে যাবে বলেও মশকরা করেছেন। তবে এর মধ্যে সুখবর শোনাল মোদী সরকার। জানা গিয়েছে খুব শীঘ্রই তুরস্ক ও ইজিপ্ট থেকে কয়েক হাজার মেট্রিক টন করে প্রিয়া আমদানি করা হবে।

সম্প্রতি ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফ থেকেই ওই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে যেখানে চলতি মাসের মধ্যেই মিশর ও তুরস্ক থেকে আজ আমদানি করা হবে। আসলে বাজারে পেঁয়াজের আমদানি না থাকার কারণেই, এতটা দাম বৃদ্ধি পেয়েছে। যখন পেঁয়াজের দাম ঊর্ধমুখী হয়েছিল ঠিক তখনই প্রধানমন্ত্রী বিদেশ থেকে পিঁয়াজ আমদানি করার ব্যাপারে কর ধার্য নিয়ে ছিলেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্যান্য রাজ্য যেমন উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ সহ আরও বেশ কয়েকটি জায়গায় কেজি প্রতি এক শ টাকা করে পেঁয়াজ কিনতে হচ্ছে। তাই বাজারে পেঁয়াজের দাম নাগালের মধ্যে আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অর্থমন্ত্রী এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী ও আরও বেশ কয়েকজন মন্ত্রী মিলেই কমিটি গঠন করে বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে।

 

সম্পর্কিত খবর