বাংলা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার দায়িত্ব নিজের কাঁধে নিলেন মোদী, খুঁটিয়ে দেখছেন রাজ্যের রাজনৈতিক হাল

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( (Narendra Modi) আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলকে জেতানোর দায়িত্ব এখন থেকেই নিজের কাঁধে তুলে নিলেন। ২০২১ শে পশ্চিমবঙ্গের মসনদ দখলের লক্ষ্যে “আর নয় অন্যায়” প্রচারিভিমান চালু করছে বিজেপি (BJP)।  এবার মিশন পশ্চিমবাংলা’র (West Bengal)। তাঁরই লক্ষ্য পূরণের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী।

48 480137 bjp logo png clipart logo bharatiya janata party

বুধবারই তিনি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত দলের কিছু সাংসদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেখানে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান, রাজ্যে দলের সংগঠনের অবস্থা কী রকম? কী পরিবর্তন দরকার? রাজ্যের রাজনৈতিক অবস্থা নিয়েও জানতে চেয়েছেন তিনি। জানা গিয়েছে, পুরভোটের আগের মাসে দু-তিন দিন রাজ্য সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর দীপাবলির (Deepabali) পর থেকে এ রাজ্যের মাটি কামড়ে পরে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আর বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এই দুই নেতাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক তো আছেই, সঙ্গে রাজ্যের ১৮ (18)জন সাংসদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সেই বৈঠক শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনের ফাঁকে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে মিনিট ১৫-২০ (15-20) বৈঠক করছেন তিনি।

যে করেই হোক, ২০২১ (2021) সালে পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরিবর্তন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। তার আগে অ্যাসিড টেস্ট চলতি বছরের পুর ভোট।  তার আগে অ্যাসিড টেস্ট চলতি বছরের পুর ভোট। সেমিফাইনালের ফল্কে হাতিয়ার করে ২০২১-এর ভোট ময়দানে নামতে ঘুটি সাজাচ্ছেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা আর শিবপ্রকাশরা।

 

সম্পর্কিত খবর