পাক টিম ম্যানেজমেন্টের উপর ক্ষোভ উগড়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন মহম্মদ আমির

বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির (Mahamad Amir)। পাকিস্তানের সাংবাদিক শোয়েব জাটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা পেশার জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan cricket board) কাছ থেকে তিনি যেভাবে মানসিক যন্ত্রনা পেয়ে চলেছেন তাতে তার পক্ষে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়।”

তিনটি ফরমেটে খেলার দখল নিতে না পারায় গত বছর জুন মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির। আর এখন সরাসরি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট কে দায়ী করছেন আমির। তিনি জানিয়েছেন, “পাকিস্তান টিম ম্যানেজমেন্ট (Pakistan Team Management) ক্রমাগত তাকে যেভাবে মানসিক চাপ দিচ্ছে তাতে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা তিনি চালিয়ে যেতে পারবেন না। সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে দলে রাখা হয়নি আমিরকে। তারপরই আমিরের এমন সিদ্ধান্ত।

আমির জানিয়েছেন, “আমি ক্রিকেট থেকে সরে যেতে রাজি নয়, কিন্তু বর্তমানে এখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমি বাধ্য হচ্ছি ক্রিকেট থেকে সরে যেতে। এই টিম ম্যানেজমেন্টের অধীনে আমি আর খেলা চালিয়ে যেতে পারবো না। আমিতো 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত অসহ্য যন্ত্রণা ভোগ করেছি। ভুল করেছিলাম তার শাস্তি পেয়েছি। কিন্তু ক্রমাগত আমার ওপরে যেভাবে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে সেটা আমি আর নিতে পারছি না।” আর সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন মহম্মদ আমির।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর