বুমরার ঔজ্জ্বল্যে কিছুটা ফিকে হলেও ওভালে বড় রেকর্ড গড়লেন ভারতীয় পেসার মহম্মদ শামি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: লন্ডনের ওভাল স্টেডিয়াম যাবতীয় নজর বুমরা কেড়ে নিলেও ক্রিকেটপ্রেমীরা শামির কথা ভুলবেন না। ইংল্যান্ডকে এমন সঙ্গিন অবস্থা থেকে অনেকবার উদ্ধার করা বেন স্টোকস এবং জস বাটলারের উইকেট নিয়ে বুমরাকে যোগ্য সহায়তা করেছেন তিনি। সাত ওভারে ৩১ রান দিয়ে তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন।

সেইসঙ্গে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ওডিআই ক্রিকেটে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ফেলেছেন মহম্মদ শামি। তার আগে এই রেকর্ডটি ছিল প্রাক্তন ভারতীয় তারকা পেশার অজিত আগারকারের নামে। ৯৭ ম্যাচে তিনি এই রেকর্ডটি করেছিলেন। আমি কিন্তু তার চেয়ে অনেক কম ম্যাচ খেলেই এই রেকর্ডটি ছুঁয়ে ফেললেন।

ম্যাচের হিসেবে বিশ্ব ক্রিকেটের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে তিনি ১৫০ টি উইকেট নিলেন। তার আগে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক (৭৭) এবং পাকিস্তানের প্রাক্তন তারকা স্পিনার সাকলিন মুস্তাক (৭৮)। ৮০ ম্যাচে ১৫০ উইকেট নিয়ে রশিদ খানের সংগীত যুগ্মভাবে তৃতীয় স্থানে শামি।

ম্যাচের ১৫ তম ওভারে শামির বলে ব্যাকফুট স্কয়ার লেগে সূর্যকুমার যাদব এর হাতে ক্যাচ তুলে দেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (৩০)। ইংল্যান্ডের দলে তিনি সবচেয়ে বেশি লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু বোমরা এবং স্বামীর দাপটে সামনে বেশিক্ষণ টিকতে পারেনি ইংল্যান্ডের বাকি অন্য কোন ব্যাটার। শেষ পর্যন্ত কোনরকমে ১০০ রানের গণ্ডি অতিক্রম করে ইংল্যান্ড ডেভিড উইলির ব্যাটে ভর করে। কিন্তু তারপর দ্রুত শেষ দুই উইকেট তুলে নিয়ে ১১০-এ ইংল্যান্ডকে অলআউট করে দেয় বুমরা। ছয় উইকেট নিয়ে ম্যাচ এর নায়ক তিনিই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর