কবে প্রতিষ্ঠিত হবে অখণ্ড ভারত, স্বাধীনতা দিবসের আগে জানিয়ে দিলেন RSS প্রধান মোহন ভাগবত

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল ১৫ই আগস্ট উপলক্ষ্যে গোটা দেশ জুড়ে স্বাধীনতা দিবস (Independence Day) পালন করা হতে চলেছে। এ বছর স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষ হিসেবে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করবে গোটা দেশ আর এর ঠিক একদিন আগে ‘অখণ্ড ভারত’-এর কথা শোনা গেল আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) গলায়। অতীতে একাধিকবার ‘অখণ্ড ভারত’ প্রসঙ্গে মতামত প্রকাশ করেন তিনি। কিভাবে গোটা দেশ জুড়ে অখণ্ডতা প্রতিষ্ঠা করা যায়, সে সম্পর্কে একাধিক পন্থা অবলম্বন করার পরামর্শ দেন। এদিন নাগপুরে (Nagpur) এক অনুষ্ঠান চলাকালীন সেই প্রসঙ্গেই পুনরায় একবার বিবৃতি জারি করলেন মোহন ভাগবত।

নাগপুরে অনুষ্ঠান থেকে আরএসএস প্রধান বলেন, “আমাদের দেশ ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে বৈচিত্রকে ধারণ করে চলেছে। একাধিক বৈচিত্র মাঝে বেড়ে চলেছে ভারত। বর্তমানে গোটা বিশ্বের নজর রয়েছে আমাদের দিকে। আমেরিকা যেভাবে গোটা বিশ্বের উপর তার কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে, আবার অপরদিকে চীনও নিজেদের শক্তি বৃদ্ধি করার চেষ্টায় লেগে রয়েছে। আমাদেরও বড় হওয়ার পথে অগ্রসর হতে হবে।”

তিনি আরো বলেন, “জাতপাতের যে ব্যবধান আমাদের দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা আসলে আমাদেরই তৈরি করা। আমাদের মধ্যেকার অহংকার ক্রমাগত একের পর এক ষড়যন্ত্র তৈরি করে চলেছে। তবে গোটা বিশ্বের মধ্যে আমাদের দেশ বৈচিত্রের মধ্যে সেরা। তাই সকলেই আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছিজ চীন কিভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে। আমাদেরও ধীরে ধীরে বড় হতে হবে। আমাদের দেশ অহিংসার পূজারী, কোনরকম দুর্বলতার নয়। এক্ষেত্রে যখনই ‘অখণ্ড ভারত’ নিয়ে কথা বলা হয়, তখন মানুষ একটাই কথা বলে, ‘কবে হবে?’ আমার মতে, মানুষ ভয় পাওয়া বন্ধ করলে তবে প্রতিষ্ঠিত হবে অখণ্ড ভারত।”

Mohan bhagwat

এরপরেই দেশের পরিছন্নতা প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করতে গিয়ে মোহন ভাগবত বলেন, “দেশে স্বচ্ছতা বজায় রাখতে হবে আমাদের। এজন্য পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি রাস্তাঘাটে আবর্জনা দূর করতে হবে। শান্তির মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর