রেনবোকে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান।

চলছে কলকাতা লীগের জোড় লড়াই। এবারের লীগ জমে গিয়েছে কারণ এবারে কলকাতা লীগের ছোটো দল গুলি দারুন পারফরম্যান্স করছে। আর আগের ম্যাচে কিবু ভিকুনার মোহনবাগান দল কে হার শিকার করতে হয়েছিল এরিয়ানের কাছে। আগের ম্যাচে হারলেও ফের আজকে জয়ের সারণীতে ফিরল মোহনবাগান। রবিবার অর্থাৎ আজকের ম্যাচে মোহনবাগান হারালো রেনবো কে। আজকের ম্যাচে একমাত্র গোলটি করেন শুভ ঘোষ।

সৌমিক দে সদ্য ব্যারাকপুরের এই দলটির দায়িত্ব নিয়েছেন। আর দায়িত্ব নেওয়ায় পরেই মাত্র তিন দিনের মধ্যেই তাকে দল নিয়ে নেমে পড়তে হল মোহনবাগানের মত একটা বড় দলের বিরুদ্ধে। তাই শুরু থেকেই কিছুটা চাপে ছিল রেনবো কোচ সৌমিক দে। এর ফলে ম্যাচ শুরুর প্রথম থেকেই নিজেদের রক্ষণ ভাগ একেবারে আঁটোসাঁটো করে রেখেছিল রেনবো কোচ সৌমিক দে।

62973430

আর রেনবো কোচের এমন ডিফেন্সিভ মনোভাবের জন্যই বারেবারে চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারছিল না মোহনবাগান। সৌমিক দে আজ ঠিক করেই এসেছিলেন যে গোল করতে না পারলেও গোল হজম করবেন না। আর তাই প্রথমার্ধে কোনো গোল হয় নি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমনের ঝাঁঝ বাড়াতে শুরু করে মোহনবাগান আর তাই দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে মোহনবাগান। বেইতিয়ার ফ্রি কিক থেকে ম্যাচের 65 মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন শুভ ঘোষ।

তবে আজকে দু-দলের কাছেই কম বেশি অনেক সুযোগ এসেছিল। কিন্তু সেইভাবে কোনো দলই সুযোগ কাজে লাগাতে পারে নি। আজকের ম্যাচে জয় লাভের ফলে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। অপরদিকে এবারের কলকাতা লীগে একেবারেই ভালো ফর্মে নেই ব্যারাকপুর রেনবো এফসি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর