‘অটলজির ভয়ংকর ভয় সত্যি হল’, জানুন কেন লোকসভায় একথা বললেন মহুয়া মৈত্র?

বাংলাহান্ট ডেস্ক : লোকসভায় বরাবরই সক্রিয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার সেই লোকসভাতেই ‘মোদী মোদী’ স্লোগানের বিরুদ্ধে সরব হলেন তিনি। এমনকি এই প্রসঙ্গে টানলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গও।

মহুয়া মৈত্র মঙ্গলবার বলেন, ‘বাজপেয়ীর আশঙ্কাই সত্যি হয়েছে। মোদী মোদী স্লোগানের মধ্যেই যোদ্ধার মতন লোকসভায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সরকার সংসদকে রোমের কলোসিয়ামে পরিণত করে তুলেছে।’ একই সঙ্গে এই প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ীর ১৯৭২ সালের একটি বক্তব্য তুলে ধরেন। তৃণমূল সাংসদ এদিন বলেন, ‘বাজপেয়ী বলেছিলেন, নয়াদিল্লির পরিবেশ আজ শ্বাসরুদ্ধকর হয়ে আসছে। স্বাধীন ভাবে শ্বাস নেওয়াটাও সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রী চুড়ায় দাঁড়িয়ে আছেন এবং তাঁর সহচররা তাঁর পায়ের কাছে শুয়ে আছে। ভিন্নমতের আওয়াজ তোলাকেই বিদ্রোহ হিসেবে দেখা হয় আজকাল। অল ইন্ডিয়া রেডিওতে সকাল থেকে রাত অবধি প্রধানমন্ত্রীর নাম জপ করা, সিনেমার পর্দায় অবিরত প্রচার, বিরোধী দলে বসে লোকের কীভাবে এমনকরে লড়াই করতে পারে? ‘

এদিন ২০২২-২০২৩ সালের জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অনুমোদনের দাবি নিয়ে আলোচনায় যোগ দিয়েছিলেন মহুয়া মৈত্র। সেখানে তিনি আরও বলেন, ‘এটি ভারতের সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং ট্র‍্যাজেডি যে বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হিসেবে যে দলটির নেতৃত্ব দিয়েছিলেন, সেই দলটিই আজ সংসদকে রোমের কলোসিয়াম বানিয়ে ফেলছে।’

চার রাজ্যের বিধানসভায় জয়ের পর বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় লোকসভায় মোদী মোদী স্লোগানের বিরুদ্ধেই এহেন বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে মহুয়া মৈত্রকে। তাঁর এহেন মন্তব্যকে নিয়ে যে মোটেই খুশি নয় বিজেপি, তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর