সন্দেশ ঝিঙ্গানকে সই করিয়ে ফেলল মোহনবাগান, রঞ্জিত বাজাজের টুইট ঘিরে জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ জাতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল আইএসএল এর বেশ কয়েকটি ক্লাবের মধ্যে তবে অবশেষে সন্দেশ ঝিঙ্গান সই করালো মোহনবাগানে। এমনটাই খবর উঠে এসেছে। আর এই খবর জানিয়েছেন রঞ্জিত বাজাজ। জানা গিয়েছে সন্দেশ ঝিঙ্গান মোহনবাগানের হয়ে পাঁচ বছরের জন্য সই করেছেন। এই সন্দেশ ঝিঙ্গান কে দলে নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল কলকাতার আরেক প্রধান ইস্টবেঙ্গলও।

এই মরশুমে খেলবার জন্য সন্দেশ ঝিঙ্গান নিজের দর হাঁকিয়েছিল তিন কোটি টাকা। আর এরপরই পিছিয়ে আসে ইস্টবেঙ্গল আর এই সুযোগটা কাজে লাগিয়ে বাজিমাত করে ফেলে মোহনবাগান। মোহনবাগান এর প্রাক্তন ডিফেন্ডার কিংসলে মোহনবাগান ছেড়ে এই মুহূর্তে মহামেডনে সই করেছে। আর তাই মোহনবাগানের একজন সিনিয়র ডিফেন্ডারের দরকার ছিল। আর সেই কারণেই জাতীয় দলের এই সিনিয়র ডিফেন্ডারকে দলে নিয়ে নিল মোহনবাগান।

তবে মোহনবাগানের কোন শীর্ষকর্তা এই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তারা জানিয়েছেন যতদিন না পর্যন্ত সন্দেশকে কনফর্ম দলে পাচ্ছে ততদিন এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আর এমন সময়ই মোহনবাগান দলের হাঁড়ির খবর প্রকাশ্যে নিয়ে এলেন রণজিৎ বাজাজ। তিনি জানিয়ে দিলেন সন্দেশকে দলে নিয়ে ফেলেছে মোহনবাগান। আর এটা মোহনবাগান দল এবং তাদের সমর্থকদের জন্য খুবই ভালো। কারণ সন্দেশের মতো অভিজ্ঞ ডিফেন্ডার ভারতীয় ফুটবলে খুব কমই রয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর