উচ্চমাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে সকলকে চমকে দিলেন মোহনবাগানের আইলিগ নায়ক শেখ সাহিল।

এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যখন পুরোপুরিভাবে পড়াশোনা নিয়ে ডুবে ছিলেন সেই সময় এই বছরের আরেক পরীক্ষার্থী মোহনবাগান ফুটবল ক্লাবের শেখ সাহিল ডুবেছিলেন ফুটবল নিয়ে। শেখ সাহিলের শুধু একটাই স্বপ্ন ছিল মোহনবাগানকে আইলিগ জেতানো। সেই কারণে পড়াশোনায় সেইভাবে সময় দিতে পারেননি তিনি, দিনরাত পরিশ্রম করে গিয়েছেন মোহনবাগানকে আইলিগ জেতানোর জন্য।

শেখ সাহিলের সেই স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু তার উচ্চমাধ্যমিক? তার পড়াশোনার ক্যারিয়ার? তার অভিভাবকদের চিন্তা ছিল তার পড়াশোনা নিয়ে। অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোতে দেখা গেল তিনি সেই স্বপ্নও পূরণ করে ফেলেছেন। উচ্চমাধ্যমিকে ভালো নম্বর নিয়ে পাশ করে সকলকে চমকে দিয়েছেন মোহনবাগানের শেখ সাহিল।

আসলে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অনেক গুলি আইলীগের ম্যাচ খেলতে হয়েছে শেখ সাহিলকে। নিয়মিত প্র্যাকটিস করার সাথে সাথে ভিনরাজ্যে গিয়েও অনেক ম্যাচ খেলতে হয়েছে শেখ সাহিলকে। এমন পরিস্থিতিতে সাহিলের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু মোহনবাগানকে আইলিগ জেতানোর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে সকলে অবাক করে দিলেন মোহনবাগানের তরুণ মিডফিল্ডার শেখ সাহিল। এই বছর 57 শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন শেখ সাহিল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর