ফের ইনস্টাগ্রামে হট ছবি পোস্ট করে ভাইরাল ঝুমা বৌদি তথা মোনালিসা

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে (monalisa) চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।

43 435241 monalisa wiki bhojpuri actress latest photos hot hd
সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য।

Monalisa Actress
এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই কখনও শরীরচর্চা কখনও বই আবার কখনও স্বামীর সঙ্গে টিকটক করে সময় কাটাচ্ছেন তিনি। ‘নজর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজনে অভিনয় করছিলেন মোনালিসা। কিন্তু এখন শুটিং বন্ধ থাকায় পুরোনো ছবি শেয়ার করেই সময় কাটাতে হচ্ছে তাঁকে।

https://www.instagram.com/p/B-tyUz6Fu-6/?igshid=wqld2plk9k87

ফের একটি মনোকিনি পরা ছবি শেয়ার করেছেন মোনালিসা। ছবিতে দেখা যাচ্ছে সবুজ মনোকিনিতে জলের ধারে ফটোশুট করেছেন তিনি। আসলে এই ছবি আগেও শেয়ার করেছিলেন মোনালিসা। এখন গৃহবন্দি অবস্থায় এই ছবি আবার শেয়ার করে নস্টালজিক হয়ে পড়েছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B-vyVUnFm6b/?igshid=itnkd3cdsmtf

এর আগেও ভাইরাল হয়েছিল এই ছবি। এবারও ১ লক্ষেরও বেশি লাইক পড়েছে এই ছবিতে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর