ইংরেজি গানের তালে তালে কোমরের ঝটকা, ভাইরাল মোনালিসার ‘হট’ ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে (monalisa) চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যোপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ (jhuma boudi) যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।
সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য।

nazar actress monalisa in colors khatra khatra khatra
এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই কখনও শরীরচর্চা কখনও বই আবার কখনও স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক করে সময় কাটাচ্ছেন তিনি। ‘নজর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজনে অভিনয় করছিলেন মোনালিসা।
কিন্তু এখন শুটিং বন্ধ থাকায় পুরোনো ছবি শেয়ার করেই সময় কাটাতে হচ্ছে তাঁকে।

https://www.instagram.com/p/CAhX_mvltCz/?igshid=myt31me8rgjw

তবে বাড়িতে বন্দি থাকার সময়টা একেবারেই হেলায় নষ্ট করছেন না মোনালিসা। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো সেনসেশন তিনি। আইটেম গানে তাঁর দুরন্ত শরীরী বিভঙ্গ যে কারওরই মাথা ঘুরিয়ে দেওয়ার জন‍্য যথেষ্ট। লকডাউনের জন‍্য বাইরে বেরোনো বন্ধ। তাই বাড়িতেই ফটোসেশন শুরু করে দিয়েছেন মোনালিসা।

https://www.instagram.com/p/CAiFUjlFd1j/?igshid=8m57n50ugjee

সম্প্রতি ভাইরাল হয়েছে মোনালিসার একটি টিকটক ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ইংরেজি গানের তালে কোমর দোলাচ্ছেন তিনি। বেশ মজা করে ভিডিওটি শুট করেছেন মোনালিসা। দু লক্ষের বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে।

https://www.instagram.com/p/CApatxhlT5Q/?igshid=1t6o45z5zid3x

প্রসঙ্গত, ইদে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন মোনালিসা। সেই সঙ্গে এথনিক লুকে নিজেরও কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। তুমুল ভাইরাল হয়েছিল সেইসব ছবি।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর