fbpx
টাইমলাইনভাইরাল

পুলিশ অফিসারের কাধে বসে উকুন বেছে দিচ্ছে বাঁদর। ভাইরাল ভিডিও।

বাংলা হান্ট ডেস্ক:সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে একটি শান্ত হনুমান বা বাদর বলা যায়, কাজে মগ্ন পুলিশ অফিসারের মাথায় কিছু একটা করার চেষ্টায় আছে।তবে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, আদতে সেটা কোনও মালিশ নয় বরং ওই পুলিশ অফিসারের মাথায় কোনও উকুন রয়েছে কি না, তাই  খুঁটিয়ে দেখছে ওই বাঁদরটি, এবং খুব মনোযোগ সহকারে সেই কাজটি করে। প্রচুর মানুষ শেয়ার করে নিজেদের মন্তব্যও জানিয়েছেন।ইতিমধ্যেই তা বেশ ভাইরাল হয়ে উঠেছে।

জানা গেছে কিছু দিন আগেই  মতো স্কুলে ঢুকে পড়াশোনা শুরু করেছিল লক্ষ্মী নামের এক বাঁদর।তাকে মনে আছে নিশ্চই। আর এবার থানায় ঢুকে সোজা পুলিশ অফিসারের মাথা মাসাজ থুড়ি মাথায় উকুন খোঁজা শুরু করলো আর এক বাদর। কর্মব্যস্ত সিনিয়ার পুলিশ অফিসারের কাঁধে চেপে রীতিমতো তাঁর মাথা টিপছে সে বাঁদর।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিটের। সেই পুলিশ স্টেশনে সিনিয়র পুলিশ অফিসার একের পর এক পাতা উলটে দেখছেন আর বাঁদর টি মনোযোগ সহকারে নিজের কাজ করে যাচ্ছে। ৫৩ সেকেন্ডের এই ভিডিয়োটির প্রায় ১৪ হাজারের কাছাকাছি ভিউয়ার হয়েছে  আর লাইক করেছেন ১,১০০ জন মানুষ এবং রিট্যুইট হয়েছে প্রায় ৩০০ বার।জানা গিয়েছে, বাঁদরের কাছ থেকে মাসাজ নিচ্ছেন যে সিনিয়ার পুলিশ অফিসার, তাঁর নাম শ্রীকান্ত দ্বিবেদী। বাঁদর হুট করে সামনে এলে মানুষ ভয় পায় কিন্তু এনার যেন বিন্দুমাত্র ভয় ডর তো দূরের কথা বরং দিব্যি আরামে বসে আছেন তিনি।

 

 

 

Leave a Reply

Back to top button
Close
Close