ভারতেও এবার মনোলিথ, হঠাৎ করেই পার্কে রহস্যময় ছ’ফুট স্তম্ভ

বিশ্বের বিভিন্ন দেশেই দেখা মিলছিল রহস্যময় মনোলিথের (monolith)। হঠাৎ করেই বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছিল এই রহস্যময় স্তম্ভের। এবার ভারতেও দেখা গেল মনোলিথ।

গুজরাত,মনোলিথ,gujrat,monolith,bengali

মনোলিথ বলতে সাধারণভাবে প্রিজম আকৃতির চকচকে ধাতব একটি স্তম্ভকে বোঝানো হয়। গত ১৮ নভেম্বর এই ধাতব পাতের দেখা মেলে উটাহ পর্বতে। এই ধাতব স্তম্ভ কোথা থেকে কিভাবে এল তা নিয়ে হইচই শুরু হয়ে যায় বিশ্বজুড়ে। ৯ দিন পর ২৭ নভেম্বর মনোলিথটি উধাও হয়। আবার  রোমানিয়ার পবিত্র পাহাড়ে ২৬ নভেম্বর রাতে আরেকটি স্তম্ভের দেখা মেলে। সেটিও গায়েব হয়ে যায় হঠাৎ করেই। সব মিলিয়ে এখনো পর্যন্ত ৩০ টি শহরে এই মনোলিথের দেখা মিলেছে।

এই তালিকায় এবার যোগ হল ভারতও। গুজরাটের আহমেদাবাদ শহরের থালটেজ এলাকার সিম্ফনি পার্কে দেখা মিলেছে এই মনোলিথের। প্রিজম আকৃতির ৬ ফুট লম্বা এই স্তম্ভটির আশে পাশে কোথাও খোড়াখুড়ির চিহ্ন নেই। দেখে মনে হচ্ছে স্তম্ভটি যেন মাটি থেকে উঠেছে।

এই স্তম্ভ নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে দেশ জুড়ে। পার্কের মালি আসারাম জানিয়েছে, একদিন আগেও ঐ মনোলিথটি ছিল না। মনোলিথ সম্পর্কে কিছু জানাতে পারেনি সরকার বা পার্ক কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছে এটি ঈশ্বরের আশির্বাদ। আবার কারো মতে অভিশাপ।

 

সম্পর্কিত খবর