সম্ভাবনা নেই তাপপ্রবাহের, তাহলে কি কাল থেকেই রাজ্যের ঢুকছে বর্ষা?

 

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যবাসী চেয়ে আছে কবে আসবে বর্ষা! প্রচণ্ড গরমে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে সকলের। সমীক্ষা বলছে গত দশ বছরে এই প্রথম কলকাতায় এত দেরী করে আসছে বর্ষা। এর আগে ১৯৮৩ সালে সব থেকে দেরি করে এসেছিল বর্ষা। ২০০৫ সালে ২০ শে জুন বর্ষা ঢুকেছিল দক্ষিণবঙ্গে।

 

তবে সম্ভবত কাল থেকেই ভাগ্য খুলতে চলেছে রাজ্যের ৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুই বঙ্গেই বৃষ্টি বাড়বে কাল থেকে। পাশাপাশি, বাংলায় তাপপ্রবাহের প্রভাব থাকবে না কাল থেকেই। কমবে তাপমাত্রাও। তবে দক্ষিণবঙ্গে এখনও থাকবে আদ্রতাজনিত অস্বস্তি

47573 img 20190619 wa0023

দেশের কোথাও তাপপ্রবাহ থাকার সম্ভাবনা নেই বৃহষ্পতিবার থেকে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২/৩ দিনে একযোগে বর্ষা ঢুকবে বাংলার দক্ষিণে, বিহার-ঝাড়খন্ড-ওড়িশায়। বর্ষার স্পর্শ পাবে উত্তরের বাকি অংশও।

সম্পর্কিত খবর