বাংলায় বর্ষার আগমনকাল কবে?জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

 

বাংলা হান্ট ডেস্ক : আরও ৮ দিন পর ১৬ ও ১৭জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গ বর্ষামুখর হবার কথা। কিন্তু সম্প্রতি আরব সাগরে এক নিম্নচাপ তৈরী হয়েছে যার জেরে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

 

অসম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে সাতদিনের মধ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু এদিকে মৌসুমী বায়ুর গতিপ্রবাহ শ্লথ।

06a7c img 20190610 wa0032

মৌসুমী বায়ুর অন্য শাখা মিজোরাম আর মনিপুরে ঢুকেছে বলে জানালেন আলিপুর অধিকর্তা।কেরলে ১জুন এর পরিবর্তে ৮ই জুন ঢুকেছে মৌসুমী বায়ু। কলকাতার এর জেরে বর্ষাকাল আসতে একটু বেশিই বিলম্বিত হবে।

সম্পর্কিত খবর