ধেয়ে আসছে তুমুল বৃষ্টি! স্বস্তির নিঃশ্বাস ফেলবে রাজ্যবাসী

বাংলা হান্ট ডেস্ক: জুন মাসের শুরুতে মৌসুমী বায়ু ঢুকলেও বৃষ্টি হয়নি সে রকম ভাবে। কিন্তু আর অপেক্ষা নয় আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, ৫ দিন ধরে চলবে সেই তুমুল বৃষ্টি।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার,  উত্তর দিনাজপুর এলাকায়। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ৫ দিন ধরে বৃষ্টি চলবে ১৫ তারিখ পর্যন্ত পর্যন্ত।

এই প্রবল বৃষ্টির প্রভাবে ফুলেফেঁপে উঠতে পারে ডুয়ার্সের নদীগুলি। সাময়িক প্লাবনও দেখা দিতে পারে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। ১৬ তারিখ থেকে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ।

সম্পর্কিত খবর