বড় খবরঃ তৃণমূলকে ভাঙার বড়সড় পুরস্কার পেতে চলেছেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল (All India Trinamool Congress) থেকে বিজেপিতে (Bharatiya Janata party) যোগ দিয়ে তৃণমূলকে ভাঙার শপথ নিয়েছিলেন মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) প্রাক্তন ছায়াসঙ্গি মুকুল রায় (Mukul Roy)। আর কথামতো কাজও করেছেন। হাজার হাজার তৃণমূল নেতা, কর্মীদের দলে টেনে তৃণমূলকে ভাঙার খেলায় মেতেছেন তিনি। আর সেই সুবাদেই এবার বড়সড় দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়।

আগামীকাল মঙ্গলবার উনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে হনুমানজীর পুজো দিয়ে শপথ নেওয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন মুকুল রায়, এই খবর ওনার এলাকায় ছড়িয়ে পড়তেই চারিদিকে খুশির হাওয়া।

প্রসঙ্গত, ২০২১ এ রাজ্যে ক্ষমতায় আসতে ঘুঁটি সাজাচ্ছে বঙ্গ বিজেপি। আর সেই কারণেই কিছুদিন আগে রাজ্য বিজেপির বড়সড় রদবলদ হয়। রাজ্য কমিটিতে ঢুকেছে একঝাক নতুন মুখ। তাঁর মধ্যে বেশিরভাগই মুকুল পন্থী বলে পরিচিত।

Read More: আবার রদবদল, বিজেপি থেকে তৃণমূলে যোগ ৭০ জনের

২০১৯ এর লোকসভা ভোটের সময় এরাজ্যে বিজেপির জয়ধ্বজা ওড়ানর শপথ নিয়েছিলেন ভাবি কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। আর ওনার কাঁধে ভড় করে এরাজ্যে তৃণমূলকে বিপর্যস্ত করে ১৮ টি আসন ছিনিয়ে নিয়েছিল বিজেপি। তবে ১৯ এর ভোটের পর কিছুদিন ধরে চুপচাপ ছিলেন মুকুল রায়। এবার আরও একবার তিনি শিরোনামে উঠে আসলেন।

সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রের কয়লা মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন মুকুল রায়। যেহেতু তিনি লোকসভা আর রাজ্যসভার সাংসদ না, সেহেতু ওনাকে অন্য কোন রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ বানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিতে চলেছে বিজেপির হাইকম্যান্ড। যদিও, এই বিষয়ে এখনো পর্যন্ত কোন উচ্চবাচ্চ করেন নি মুকুল বাবু।

আর ওনাকে কেন্দ্রীয় মন্ত্রী করার পিছনে বিজেপির সবথেকে বড় মাস্টারস্ট্রোক হল, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সুবাদে তিনি ভোটের সময় গোটা রাজ্য চষে বেরাতে পারবেন। এছাড়াও দক্ষিণবঙ্গে কয়াল বেল্ট একটি গুরুত্বপূর্ণ ভোটব্যাংক হিসেবে পরিচিত, তাই উনি কয়লা মন্ত্রী হলে ওই ভোট ব্যাংকে যে থাবা বসাতে পারবেন, সেটা বলাই বাহুল্য।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর