বাংলাহান্ট ডেস্ক : বঙ্গে শুরু হয়েছে এসআইআর (SIR)। ভুয়ো, অস্তিত্বহীন ভোটার ছাঁটাই করার প্রক্রিয়া চলছে জোরকদমে। আর তাতেই একের পর এক এমন ঘটনা সামনে আসছে যা দেখে রীতিমতো অবাক হয়ে যেতে হচ্ছে। এবার নদিয়ার মায়াপুর ইসকনের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। ভোটার তালিকায় প্রায় ৬০ জন ভোটারের বাবার নাম দেখা গেল একই!
এসআইআরে (SIR) ফাঁস চাঞ্চল্যকর তথ্য
৬০ জন ভিন্ন ভিন্ন ভোটার। অথচ তাঁদের বাবার নাম একই। কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হলেও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনা নতুন নয়। আসলে মায়াপুর ইসকন প্রসিদ্ধ ধর্মীয় স্থান। জানা যাচ্ছে, এখানে অনেকে দীক্ষা গ্রহণের পর ধর্মীয় গুরুকেই পিতার আসনে বসান। বিজেপির মতে, অন্য দেশ থেকে এসে এঁরা দীক্ষা নিয়েছেন এখানে। প্রশাসনের দাবি, সঠিক তদন্ত করে তারপর ব্যবস্থা নেওয়া উচিত।

কোথায় ঘটল এমন ঘটনা: এসআইআর (SIR) শুরু হওয়ার পরেই সামনে এসেছে এমন ঘটনা। নদিয়ার মায়াপুর ইসকন নবদ্বীপ বিধানসভা এলাকার ১৩ নম্বর বুথে দেখা গিয়েছে, প্রায় শতাধিক ভোটারের (SIR) বাবার নাম এক। ২০০২ সালের ভোটার তালিকায় প্রায় শতাধিক ভোটারের বাবার নাম একই দেখা গিয়েছে।
আরও পড়ুন : নীতিশ বনাম তেজস্বীর হাড্ডাহাড্ডি টক্কর, গণনার শুরুতেই পার ম্যাজিক ফিগার! ১৪২ আসনে এগিয়ে এনডিএ
নেপথ্যে কী কারণ: স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই সব ভোটাররাই মায়াপুর ইসকনের আবাসিক ব্রহ্মচারী। দীক্ষা গ্রহণের পর গুরুর নামই পিতার নাম হিসেবে ব্যবহার করেন তাঁরা। দীর্ঘদিন ধরে চলে আসছে এই রীতি। ইসকন কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোনও রকম মন্তব্য করেনি।
আরও পড়ুন : ‘২০২০-র ঘটনার পুনরাবৃত্তি হলে…’ প্রশাসনকে হুঁশিয়ারি ‘আত্মবিশ্বাসী’ তেজস্বী যাদবের
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পুরো বিষয়টাই এসআইআরে (SIR) তদন্ত করে দেখা উচিত। যদিও স্থানীয় নির্বাচন আধিকারিকের বক্তব্য, এতে আতঙ্কের কারণ নেই। আইন মেনেই সবকিছু সম্পন্ন হবে। এসআইআর চালু হতে দেখা গিয়েছে, কোথাও মৃত ভোটারকে জীবিত হিসেবে দেখানো হয়েছে। কোথাও আবার জীবিত ভোটারকে ‘মৃত’ করে দেওয়া হয়েছে। তবে ইসকনের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন বলেই মন্তব্য করেন ওই আধিকারিক।












