ট্রাম্পের একটা ভুলের জন্য ২২ হাজারের বেশি মৃত্যু, এখন খোঁড়া হচ্ছে গনকবর

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা (America) এখন করোনা ভাইরাসের (COVID-19) কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিক থেকে সবথেকে এগিয়ে আছে আমেরিকা। এখনও অবধি আমেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় ৬ লক্ষ এবং মৃতের সংখ্যা ২৩ হাজার পার হয়ে গেছে। মহামারির সংকটে এখন আমেরিকা। বিশ্বের সবথেকে সমৃদ্ধশালী এবং শক্তিশালী দেশ এখন করোনা ভাইরাসের প্রকোপে পড়ে সংকটজনক অবস্থায় রয়েছে।

america 4

দেশের এই সংকটের মধ্যেও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত রাগ উগ্রে দিলেন সাংবাদিকদের উপর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবহেলার কারণেই আজ আমেরিকা করোনা আক্রান্তের এবং মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। কিন্তু ট্রাম্প কিছুতেই তার ভুল স্বীকার করতে চাইছে না। মার্কিন সরকার ভেবেছিল লকডাউন করলে অর্থনীতি দুর্বল হয়ে যাবে। তাই তারা নাগরিকদের জীবন অপেক্ষা দেশের অর্থনীতিকে বেশি গুরুত্ব দিয়েছিল। আর সেই কারণেই আজ আমেরিকার এই শোচনীয় অবস্থা। করোনার প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউ ইয়র্ক। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ এবং ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। বর্তমানে সেখানে মৃত মানুষদের সাময়িক ভাবে শেষকৃত্য সম্পন্ন করা হছে।

আমেরিকার সরকার যদি এখনও কড়া হাতে করোনা প্রতিরোধের ব্যবস্থা না নেয়, তাহলে আমেরিকা এখদিন শ্মশানে পরিণত হবে। জায়গার অভাবে নিউ ইয়র্কে মৃত মানুষদের গণকবর দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ৭০০ করে মানুষ মারা যাচ্ছেন নিউ ইয়র্কে। সেই কারণে সরকারী তরফ থেকে মৃত ব্যক্তিদের কফিন বন্দি করে গণকবর দেওয়া হচ্ছে।

america 222

কিছুদিন আগে নিউ ইয়র্কের হার্ট আইল্যান্ডে মেশিনের সাহায্যে এক বিশালাকার গণকবর খোঁড়া হয়েছিল। এবং তারপর মৃত ব্যক্তিদের কফিন বন্দি করে একজনের উপর আর একজনকে রাখা হচ্ছে, জায়গার অভাবে। যে কবরস্থানে আগে সপ্তাহে ১ দিন কবর দেওয়া হত, এখন সেখানে সপ্তাহে ৫ দিন করে কবর দেওয়া হচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, একসঙ্গে অনেক মানুষের মৃত্যু হওয়ার জন্য সাময়িকভাবে এই প্রক্রিয়ায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। আগে এই কাজ জেল বন্দিরা করত, কিন্তু এখন এই কাজ ঠিকেদারদের দিয়ে করানো হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর