যোগাযোগ প্রায় তিন ডজন তৃণমূল বিধায়কের, ডিসেম্বরে খেলা হবে বলে বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার

বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বরেই গেরুয়া শিবিরে যোগ দেবেন তৃণমূল বিধায়করা। এই বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্যকে ঘিরে শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনৈতিক মহলে(Agnimitras Comments on December MLA Joining Issue)৷ সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ ডিসেম্বরে খেলা হবে ৷ ৩০ জনেরও বেশি তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন ৷ কারণ তাঁরা জানেন এই সরকার ডিসেম্বরের পর আর থাকবে না ৷ তাঁদের অস্তিত্বই এখন সংকটে ৷’

বিগত কয়েকমাস ধরেই এই ডিসেম্বরে যোগদান বিষয়ে একের পর এক মন্তব্য করে চলেছে শাসকদল ও বিজেপি। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বিজেপির সুকান্ত মজুমজার থেকে শুরু করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে এ নিয়ে মন্তব্য, পালটা মন্তব্য চলছে। এবার অগ্নিমিত্রা পালও নাম লেখালেন এই তালিকায়। পঞ্চায়েত নির্বাচনের আগে দু’পক্ষই কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে তা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

এর আগে বিজেপির বলা ডিসেম্বর ইস্যু নিয়ে নভেম্বরের শুরুতেই নবান্নে মন্ত্রিসভার বৈঠকে প্রথম উদ্বেগ প্রকাশ করেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন ডিসেম্বরে রাজ্যের আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি হতে পারে ৷ চক্রান্ত করে কোনও বড় ঘটনাও ঘটাতে পারে বিরোধী শিবির ৷ বিশেষ করে সেই সময় তিনি পুলিশ ও রাজ্যের মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দেন।

এরপর নদিয়ায় অনুষ্ঠিত সভাতেও মুখ্যমন্ত্রীর বক্তৃতায় উঠে আসে ডিসেম্বর প্রসঙ্গ। শুধু তাই নয়, ১৫ নভেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেডলাইন ডিসেম্বর নিয়ে পালটা জবাব দেন বিজেপিকে ৷ এরপর আজ আরও একবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের ডিসেম্বরের পর সরকার পড়ে যাওয়ার মন্তব্যকে ঘিরে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে রাজ্য রাজনৈতিক মহলে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর