করোনা আবহে ধোনির বিরল রেকর্ড ভেঙে উচ্ছ্বসিত মর্গ্যান।

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বের একমাত্র অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নজির রয়েছে প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘদিন ফিনিশারের ভূমিকাও পালন করেছেন ধোনি। সেই কারণেই সেরা ফিনিশারের তকমা পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও এক সময় ভারতীয় ব্যাটিং লাইন আপের অন্যতম প্রধান ভরসার নামও ছিল মহেন্দ্র সিং ধোনি।

আর এমন একজন অধিনায়ক তথা ক্রিকেটারের রেকর্ড ভাঙ্গা যে কোন ক্রিকেটারের কাছে সত্যিই ভাগ্যের ব্যাপার। আর তাই প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙ্গে উচ্ছ্বসিত ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান।

92529747ee2450505352907f87ce3541a90d09a911bfe963049adb7d6344c7f6ce61b5fd

গতকাল আয়ারল্যান্ডে বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ধোনির রেকর্ড ভেঙ্গে উচ্ছ্বসিত ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ছক্কার মালিক ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনিকে টপকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন পর্যন্ত অধিনায়ক হিসাবে 211 টি ওভার বাউন্ডারি মেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি এবার ধোনির সেই রেকর্ড টপকে 212 টি ওভার বাউন্ডারির মালিক হলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর