প্রতিবাদ করার জের! মা ও মেয়েকে নিজের কার্যালয়ে ডেকে যা করলেন TMC কাউন্সিলর

বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে শাসকদলের এক নেতা। এবার অন্যায়ের প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) ‘দাদাগিরি’। শেষে নাকি এক মহিলা ও তার মেয়েকে পা ধরে ক্ষমা চাওয়ালেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। সঙ্গে জুটলো মারধরও।

ঘটনাটি ঘটেছে বিধাননগরে। বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওই ওয়ার্ডেরই প্রফুল্লকানন অঞ্চলের বাসিন্দা এক মহিলা ও তার মেয়ের। যা নিয়ে শোরগোল পড়েছে গোটা এলাকায়।

   

কী অভিযোগ? মহিলা ও তার মেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ওই এলাকাতেই ৬০ বছরের পুরনো বাড়িতে বসবাস করেন। তবে সেই বাড়ির পাশেই নাকি বেআইনিভাবে একটি বহুতল তৈরি করা হচ্ছে। এই ঘটনারই প্রতিবাদ করেন মা ও মেয়ে।

আরও পড়ুন: কিছুক্ষণেই কলকাতা সহ ৬ জেলায় ঝেঁপে বৃষ্টি! দেখুন কোথায় কোথায় জারি হল সতর্কতা

অভিযোগ, তাদের নিজের কার্যালয়ে ডেকে পাঠান অভিযুক্ত কাউন্সিলর আশুতোষ নন্দী। এরপর অন্যায়ের প্রতিবাদ করার অভিযোগে মেয়েটি কে এক ঘরে আটকে রেখে মারধর করেন কাউন্সিলরের ঘনিষ্ঠ মহিলারা। এখানেই শেষ নয়। এরপর কাউন্সিলরের সামনে কান ধরতে বলা হয় তাকে। এমনকি ওই কাউন্সিলরের পা ধরতেও বাধ্য করা হয় বলে অভিযোগ।

tmc flag

আরও পড়ুন: ‘তাদের শাস্তি দেওয়া হোক…’, CBI তলব নিয়ে যা বললেন দমকলমন্ত্রী সুজিত বসু

ওই পরিবারের অভিযোগ, তাদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে কাউন্সিলর বলেন, এলাকায় তার কথাতেই বেআইনি কাজ চলবে। ওই মহিলার ৬০ বছর আগে করা বাড়িও বেআইনি বলে হুমকি দিতে থাকেন কাউন্সিলর। যার জেরে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে মা-মেয়ে দু’জনেই। ঘটনা জানাজানি হতেই কাউন্সিলরের ভূমিকায় ক্ষুব্ধ গোটা এলাকাবাসী। ঘটনার পর মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত কাউন্সিলর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর