বড় সিদ্ধান্ত সরকারের! মা-বাবাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা না করলে জেল হবে সন্তানের

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বেশ কিছু নতুন পদক্ষেপ নিচ্ছে বিহার সরকার। বিহারের মুখ্যমন্ত্রী পুনর্নির্মিত বেশকিছু এজেন্ডাকে বাস্তবায়িত করতে আয়োজন করেন একটি বৈঠকের। এই বৈঠকের একটি সিদ্ধান্ত মন কেড়েছে সকলের। এই সিদ্ধান্ত বলা হয়েছে যদি কোনো সন্তান বৃদ্ধ মা-বাবার দেখাশোনা না করে তাহলে জেলে যেতে হবে সেই সন্তানকে।

শুধু এই নয় এদিনের বৈঠকে আরও একটি বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। বিহারের মুখ্যমন্ত্রী এদিন ঘোষনা করেন কাশ্মীরে পুলোয়ামা হামলায় যেসব জওয়ানরা শহিদ হয় তাদের পরিবারের যে কোনো একজন সদস্যকে দেওয়া হবে চাকরি।

504b5 64540524 2251161524931270 2804419181053739008 n জানানো হয়, যে সমস্ত পরিবারের সদস্যরা পুরোপুরি ভাবে নির্ভরশীল ছিলেন শহিদ দের ওপর, তাদেরও চাকরি দেওয়া হবে।

Chat Conversation End

সম্পর্কিত খবর