অন্তিম বিদায়যাত্রা: ল্যান্স নায়ক দিনেশের পার্থিব শরীর পৌঁছাল বাড়ি, পুরো এলাকায় শোকের ছায়া

বাংলাহান্ট ডেস্ক : উত্তরাখণ্ড(uttarakhand) শহীদ দীনেশ সিং (Dinesh Singh) এর মৃত্যুর পর তার মা জানান ছেলেরা মৃত্যুতে কষ্ট তো হচ্ছেই কিন্তু এতো ভালোবাসা কাজের জন্য গর্বও হচ্ছে। মা তুলসী দেবী তিনি জানান তার ছেলে দেশের জন্য এই আত্মত্যাগ দিয়েছে, তাই মা হিসেবে তার জন্যও তিনি গর্বিত।

IMG 20200506 WA0031

কান্নায় ভেঙে পড়েন দীনেশের বোন 

দীনেশের এক বোনও আছে এদিন তার মরদেহ বাড়িতে পৌঁছানর পর দীনেশের বোন মমতা, পার্থিব লাশ জড়িয়ে কাঁদতে থাকেন। তার ভাইকে এভাবে অকালে চলে যেতে হচ্ছে দেখে শোকে ভেঙে পরে একদিকে দুঃখ আবার একদিকে হতাশা আর অন্যদিকে দেশের জন্যই জীবন দান তার বোনকে দুঃখের মধ্যেও গর্ববোধ করাচ্ছিলো।

মা ছেলেকে নিয়ে গর্বিত 

তার মা জানায় তার বাকি ছেলেরাও যদি দেশের জন্যই কাজ করতো,তারা যদি দেশের জন্য আত্মত্যাগ করত তবে আমি আরও গর্বিত হতাম।জানা গেছে দীনেশ আমার প্রিয় কিন্তু তিনি কাশ্মীরের একটি বাড়িতে প্রবেশকারী সন্ত্রাসীদের হাত থেকে নারী ও শিশুদের বাঁচানোর কাজ করেছিলেন।

বাবাও পুত্রশোকে ভেঙে পড়েন 

ছেলের এই অকাল মৃত্যু তার বাবার চোখে জল আনেনি। দীনেশ সিং (Dinesh singh) এর মৃতদেহে পৌঁছানর পরে তার পিতা গোধন সিং মন শক্ত করেন এবং নিজেকে সান্তনা দেন। কিন্তু দেশের জন্যই তার এই বলিদান তার মা, বাবার, বোন এবং আত্মীয়দের কাছে তার মৃত্যুর পরেও তাকে অমর করে গেছে। এমনকি তার মৃত্যুর পরেও অনেক মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। তার মৃত্যু যেন তার মাকে বারবার ভাবাচ্ছে। একদিকে পুত্র বিয়োগ অন্য দিকে দেশের জন্য জীবন দান। তিনি নিজেও সব জেনে বুঝে কষ্ট বুকে চেপে রেখে বিদায় জানায়।

সম্পর্কিত খবর