বাংলাহান্ট ডেস্ক: বলা হয় মায়ের (mother) থেকে বেশি ভাল এই পৃথিবীতে আর কেউই বাসতে পারে না। মা মা-ই হয়। সন্তানের ভালর জন্য সে করতে পারে না এমন কোনও কাজ নেই। যেকোনও বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে একজন মা, শুধুমাত্র তাঁর সন্তানকে রক্ষা করার জন্য। সন্তান মায়ের নাড়ি ছেঁড়া ধন। তার প্রাণের থেকে বড় মায়ের কাছে আর কিছুই নয়, এমনকি নিজের প্রাণও নয়। এই কথা বারে বারে প্রমাণ করেছেন মায়েরা।
সম্প্রতি এমনই একটি ভিডিও (video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে শিউড়ে উঠেছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা গিয়েছে মুরগির (hen) ডেরায় ঢুকে পড়েছে একটি বিশালাকার গোখরো (cobra) সাপ। ডেরায় ছানাদের নিয়ে বসেছিল একটি মুরগি। গোখরোর উদ্দেশ্য সেই ছানাদের আক্রমণ করা। কিন্তু মা মুরগি তা কিছুতেই হতে দেবে না।
গোখরোর ছোবল বাঁচিয়ে একের পর এক ঠোকর মেরে মেরে গোখরোকে ছানাদের থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করে মা মুরগি। আর সেই ফাঁকে ছানাদেরও সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। বিষধর গোখরোর সঙ্গে অসম লড়াইয়ে শেষ পর্যন্ত জিত কিন্তু মা মুরগিরই হয়।
Battle Royal….
When a mother fights to save the children, it is battle royal.Brave mom saves her chicks fighting a cobra💕
🎬Gia pic.twitter.com/qNtvRsYQw0
— Susanta Nanda (@susantananda3) May 21, 2020
ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দ নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও। ২৯ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। নেটিজেনরাও নানারকম মন্তব্য করছেন এই ভিডিও দেখে। একজন বলেছেন, মা মুরগিটি শেষ পর্যন্ত সব ছানাকেই বাঁচিয়ে রাখল। অসীম সাহস। আরেকজন মন্তব্য করেছেন, দেখে চোখে জল এসে গেল।