বদলা! মায়ের শ্লীলতাহানির প্রতিশোধ নিতে কুপিয়ে খুন, নাবালকের আঘাতে মৃত্যু অভিযুক্তর

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরেই এক মহিলাকে কু’কথা বলে যাচ্ছিলেন ওই এলাকারই এক ব্যক্তি। একাধিকবার এই ঘটনার প্রতিবাদ করেছেন মহিলা। দ্বারস্থ হয়েছিলেন পুলিশেরও। তবুও হয়নি কোন লাভ। অভিযোগ ওই মহিলাকে দেখতে পেলে নোংরা ভাষায় আক্রমণ করছিলেন অভিযুক্ত। আর সেই ঘটনাই নজরে পড়ে যায় মহিলার ১৭ বছরের সন্তানের। এরপরেই ঘটে গেল রক্তাক্ত কাণ্ড।

মাকে দীর্ঘদিন ধরে কু’কথা বলছেন এক ব্যক্তি। একথা কিছুতেই মেনে নিতে পারেনি ১৭ বছরের নাবালক। আর তাই সুযোগ বুঝে স্ক্রু ড্রাইভার দিয়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করল নাবালক। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কান্দিভালির ইরানিওয়ারী এলাকায়। মৃতের নাম আব্দুল রহিম মালিক।

ঘটনা সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এক মহিলাকে উত্তপ্ত করত ৪৩ বছর বয়সী আব্দুল রহিম মালিক। ঘটনার প্রতিবাদ করতে গেলেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। একপ্রকার বাধ্য হয়ে কান্দিভালি থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন মহিলা।

অভিযোগ, পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এসবের মাঝেই ঘটনার খবর জানতে পারেনি নিগৃহীতার ১৭ বছরের নাবালক ছেলে। মায়ের সঙ্গে ওই ব্যক্তির এই ব্যবহার কিছুতেই মেনে নিতে পারেনি সে। দীর্ঘদিন ধরে ওই ব্যক্তিকে শায়েস্তা করার ফন্দি আঁটছিল নাবালক।

অবশেষে চলে আসে সেই সুযোগ। রাগের মাথায় স্ক্রু ড্রাইভার দিয়ে অভিযুক্ত আব্দুল রহিম মালিকের মাথায় এবং গলায় স্ক্রু ড্রাইভার দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে নাবালক। যদিও প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

তবে চিকিৎসা চলাকালীন সোমবার সকালে মৃত্যু হয় অভিযুক্ত আব্দুল রহিম মালিকের। অভিযুক্ত ব্যক্তির মৃত্যুর পরেই আটক করা হয়েছে নিগৃহীতার সন্তানকে। আপাতত একটি হোমে পাঠানো হয়েছে তাকে। এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

Avatar
additiya

সম্পর্কিত খবর