দুচাকার গাড়ি কিনতে এবার আরও বাড়তি দাম গুনতে হবে দেশবাসীকে

বাংলাহান্ট ডেস্কঃ দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে। সাধারন মানুষ অর্থনৈতিক সংকটে জেরবার। এমত অবস্থায় আরো দাম বাড়তে চলেছে দু,চাকা গাড়িগুলির। এপ্রিল থেকে নতুন দূষণ বিধি (বিএস৬) মেনে রাস্তায় চলতে হবে দু’চাকা যুক্ত গাড়িগুলিকেও । সে কারনেই বদল আনতে হবে প্রযুক্তিতে। উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হলে বাড়বে খরচও। যাতে আরো ধাক্কা খেতে পারে দেশের গাড়ি শিল্প।

প্রসঙ্গত, গত ১৮ মাসে বিভিন্ন দিক থেকে বেড়েছে গাড়ি কেনার খরচ। গাড়ি কিনতে গেলে পকেট থেকে খসছে অতিরিক্ত প্রায় হাজার দশেক টাকা। এই বাড়তি দামের জন্যই আরো কমে গেছে গাড়ি বিক্রি। এই নতুন নিয়মের ফলে চার চাকা গাড়ি গুলির মত দু চাকা গাড়ির চাহিদা তলানিতে ঠেকতে পারে যার জেরে কাজ হারাতে পারেন বহু মানুষ।

দু’চাকার গাড়িতে এখন যে ‘কারবুরেটর’ ব্যবহার হয়ে থাকে , তার বদলে এবার চালু হবে ‘ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন’ (ইএফআই) ব্যবস্থা। একই সাথে বদল আসবে আরো অনেক ক্ষেত্রেই যার মধ্যে অন্যতম হল জ্বালানি ভাণ্ডার। সব মিলিয়ে নতুন এই বিএস-৬ বিধির আওতায় দু’চাকা তৈরির খরচ বাড়বে পনেরো শতাংশের বেশি।

এই বাড়তি দামের কারনে কিছু ঋণদাতা সংস্থা তিনের বদলে চার বছরের জন্য ঋণ দিতে শুরু করেছে। আপাত দৃষ্টিতে বাড়তি ইএমআইয়ের ধাক্কা তাতে কিছুটা প্রশমিত হলেও আদতে পকেট ভরবে কর্পোরেটদেরই। দেশের গাড়ি শিল্প ইতি মধ্যেই মন্দায়, এবার এই সিদ্ধান্ত যে নতুন করে আবার গাড়ি শিল্পের ক্ষেত্রে ক্ষতির কারন হতে পারে।

 

সম্পর্কিত খবর