করোনা সংক্রমণ ঠেকাতে পারে মাউথওয়াশ, দাবি বিজ্ঞানীদের

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বব্যাপী এই মুহুর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস (corona virus) সংক্রমিত মানুষের সংখ্যা। পাল্লা দিয়ে দীর্ঘতর হচ্ছে মৃত্যু মিছিল। দুনিয়ার তাবড় তাবড় বিজ্ঞানীরা কার্যত মাথার চুল ছিঁড়ছেন, এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে ও প্রতিষেধক আবিস্কার করছে। প্রতিদিনই নতুন নতুন উপায়ের কথা বলা হলেও কোনোটাই সেভাবে সিদ্ধ হয় নি। তবে অনেক বিজ্ঞানীই এবার একমত হয়েছেন যে, করোনা ঠেকাতে কার্যকরী হতে পারে মাউথওয়াশ।

‘ফাংশন’ নামে একটি পত্রিকার একটি প্রতিবেদনে সম্প্রতি প্রকাশিত হয়েছে এমনই তথ্য। কোরিয়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিন এর একদল গবেষক দাবি করেছেন, সংক্রমনের প্রথম পর্যায়ে করোনা ভাইরাসকে মাত দিতে পারে মাউথওয়াশ।

তারা বলছেন, করোনা ভাইরাস প্রথম পর্যায়ে করোনাভাইরাস লালারসের মাধ্যমে গলা এবং স্যালাইভারি গ্ল্যান্ডে ছড়াতে শুরু করে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভাইরাসের লিপিড মেমব্রেন। মাউথওয়াশ এই লিপিড মেমব্রেনকে ধ্বংস করে ভাইরাসের সংক্রমণ প্রথম পর্বেই ঠেকাতে পারে। মাউথওয়াশে থাকা উপাদান পোভিডোন-আয়োডিন, ইথানল এবং সেটিলপাইরিডিনিয়ামের মতো উপাদানগুলি করোনার লিপিড মেমব্রেনকে নষ্ট করতে সক্ষম বলেই জানাচ্ছেন তারা।

যদিও এই তত্ত্ব এখনো সেভাবে প্রমানিত হয় নি। কিছু কিছু মাউথওয়াশ জীবানু ধ্বংস করবার ক্ষেত্রে অগ্রনী হলেও এখনো তেমন কোনো তথ্য প্রমান পাওয়া যায়নি যার দ্বারা নিশ্চিতভাবে বলা যায়, করোনা আটকাতে পারে মাউথওয়াশ।

সম্পর্কিত খবর