Breaking: এবার ‘এম আর বাঙুরে’ জুনিয়র ডাক্তারদের মারধর করলো রোগীর আত্মীয়রা

বাংলা হান্ট ডেস্ক: এখনো রেশ কাটেনি এনআরএস কাণ্ডের, কিন্তু ইতিমধ্যেই আরেক হাসপাতালে ফের ঘটল এই ঘটনা। মৃতের পরিজনরা জুনিয়র ডাক্তারদের উপর চড়াও এম আর বাঙুরে। হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার রাতের এই ঘটনায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস।

পুলিস ও হাসপাতাল সূত্রে খবর, টালিগঞ্জের বাসিন্দা বছর পঞ্চান্নর মোহন ঘোড়ুই বৃহস্পতিবার সন্ধে নাগাদ এম আর বাঙুর হাসপাতালে ভর্তি হন শ্বাসকষ্ট নিয়ে। এরপর রাত মোহন বাবু মারা যান ৯টা নাগাদ। মৃতের পরিবারের অভিযোগ, রোগীর মৃত্যু হয়েছে চিকিৎসকদের গাফিলতির জেরেই।

   

8f1c7 62435474 882153582137495 934211693901250560 nহাসপাতালে উত্তেজনা ছড়ায় রোগীর মৃত্যুতে। অভিযোগ, মৃতের পরিবারের লোকেরা চড়াও হয় কর্তব্যরত জুনিয়র ডাক্তারদের উপর। পরে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিস, তারাই সামল দেয় পরিস্থিতির। এই ঘটনায় আক্রান্ত ডাক্তাররা অভিযোগ দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এম আর বাঙুর কর্তৃপক্ষ দাবি করেছে কোনওরকম গাফিলতি ছিল না চিকিত্‍সায়।

সম্পর্কিত খবর