এই একটা কাজ করলে বিশ্বকাপ উঠবে রোহিতের ভারতীয় দলের হাতেই! পরামর্শ ধোনির

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) এখনও পর্যন্ত অসাধারণ ছন্দ ধরে রেখেছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দলটি টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও অপরাজিত। এর মধ্যে, ভারতীয় দল অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো সেরা দলগুলিকে হারিয়েছে। তাদের পারফরম্যান্স দেখে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে জেতা বিশ্বকাপের পুনরাবৃত্তি এবারের বিশ্বকাপেও ঘটতে দেখা যেতে পারে।

প্রসঙ্গত, ধোনির নেতৃত্বেই ভারতীয় দল শেষবার কোন আইসিসি টুর্নামেন্ট যেতে পেরেছিল। তারপর একাধিকবার কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। কিন্তু এবারের টুর্নামেন্টে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে তাদেরকেই অনেকের সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন বলে ঘোষণা করে দিচ্ছে। এবার এই প্রসঙ্গে নিজের মতামতও জানালেন ধোনি।

   

সম্প্রতি একটি অনুষ্ঠানে ক্যাপ্টেন কুল ভারতীয় দলের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, “এবার ভারত দারুণ দল। দলের ব্যালেন্স অত্যন্ত ভালো। সবাই ফর্মেই রয়েছে। আপাতত যা পরিস্থিতি তাতে সবকিছু ইতিবাচকই দেখাচ্ছে। এর বেশি আমি কিছু বলতে পারব না। বুদ্ধিমান মানুষের জন্য ইঙ্গিতটাই যথেষ্ট।”

rohit if dhoni

আরও পড়ুন: হার্দিক পান্ডিয়াকে নিয়ে কাঁদিয়ে দেওয়ার মতো আপডেট পেলো BCCI! মাথায় হাত রোহিতের

ধনী ২০১৬ সালে ভারতীয় দলের অধিনায়কত্ব পুরোপুরি ছেড়ে দেওয়ার পর থেকে ভারত ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও হেরেছে।

আরও পড়ুন: কোহলি শতরান করলে ভারত বিশ্বকাপ জিতবে না! বিস্ফোরক গৌতম গম্ভীর

তবে রোহিত শর্মার নেতৃত্বে চলতি বিশ্বকাপে অসাধারণ ফর্মে রয়েছে দলটা। শুধুমাত্র ম্যাচ জেতা না, দাপটের সঙ্গে ম্যাচ ফিনিশ করাটাও যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারতীয় দল। এরপরও যদি বিশ্বকাপ দেশের মাটিতে দাঁড়িয়েও তুলতে না পারে রোহিত শর্মা, তাহলে সেটা অত্যন্ত হতাশার বিষয় হবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর