বোমা মেরে ত্রিপুরার সংস্কৃতি ধ্বংস করতে চেয়েছিল মোঘলরা : বিপ্লব দেব, ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের পর আবারও বিস্ফোরক মন্তব্য করে সংবাদের শিরোনামে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নির্বাচনের কয়েক মাস কাটতে না কাটতেই নিজের মন্তব্যের ভোল বদল করে ফেললেন বিপ্লব দেব। আগরতলার একটি ক্লাবে শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যের প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের ধন সম্পদ অনেকেই অজানা এমন মন্তব্য করেছেন পাশাপাশি ত্রিপুরার সাংস্কৃতিক সম্পদ বোমা মেরে ধ্বংস করে দিয়েছিল মুঘলরা

তাই সামাজিক মাধ্যমে ত্রিপুরার দর্শনীয় স্থান সৌন্দর্য এবং ঐতিহ্যের কথা ছড়িয়ে দেওয়ার বার্তা দেন বিপ্লব দেব ।বিপ্লব দেবের এই মন্তব্যের জেরে কার্যত নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য থেকে কেন্দ্রীয় রাজনৈতিক অন্দরে। যে বিপ্লব দেব লোকসভা নির্বাচনের সময় মুঘলদের মতোই বামেরাও ভারতের চিড়াচড়িত সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে এমন মন্তব্য করেছিলেন ঠিক তার কয়েক মাস কাটতে না কাটতেই ত্রিপুরার সাংস্কৃতিক সম্পদ বোমা মেরে ধ্বংস করতে চেয়েছিল মুঘলরা, মন্তব্য করে বসেন।

   

কয়েক মাসের ব্যবধানে দুই মন্তব্যকে ঘিরে কোনটি ঠিক কোনটি ভুল? এই উত্তর খোঁজার থেকে মুখ্যমন্ত্রীর চোখে সবাই খারাপ এমন গুঞ্জন উঠেছে। ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেবের কর্মকাণ্ড এবং উন্নয়ন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।কিন্তু তা সত্ত্বেও কীভাবে মোঘল সাম্রাজ্যের প্রসঙ্গ টেনে আনলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও মোগলরা ত্রিপুরার কোন কোন ঐতিহাসিক স্থাপত্য বোমা মারতে চেয়েছিল তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

সম্পর্কিত খবর