জামাইবাবু ইউনূসের বাংলাদেশে জ্বলছে অশান্তির আগুন! চিন্তায় বর্ধমানে অসুস্থ শ্যালক, জানালেন…..

বাংলাহান্ট ডেস্ক : মাত্র তিন মাস আগেই অশান্ত বাংলাদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিয়ে আসা হয়েছিল মহম্মদ ইউনূসকে (Muhammad Yunus)। নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু শান্তি প্রতিষ্ঠা হওয়া তো দূরের কথা, উলটে জায়গায় জায়গায় অশান্তি, সংঘর্ষের খবরে বারংবার সংবাদ শিরোনামে উঠে আসছে প্রতিবেশী দেশ। ইউনূস (Muhammad Yunus) সরকারের সমালোচনায় মুখর আন্তর্জাতিক মহলও।

ইউনূসের (Muhammad Yunus) বাংলাদেশের চিন্তায় উদ্বিগ্ন শ্যালক

এদিকে বাংলাদেশের এই পরিস্থিতিতে রাতের ঘুম উড়েছে ইউনূসের (Muhammad Yunus) শ্যালক আসফাক হোসেনের। বর্ধমান পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের লস্করদিঘির বাসিন্দা আসফাক। সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস তাঁর আপন জামাইবাবু। যখন নতুন বাংলাদেশের প্রধান নেতৃত্ব হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ইউনূস (Muhammad Yunus), তখন এই আসফাকই বলেছিলেন, বাংলাদেশে শান্তি ফিরে আসবেই। আর তা করে দেখাবেন তাঁর জামাইবাবু। শান্তির জন্যই তো নোবেল পেয়েছেন তিনি।

Muhammad yunus brother in law is tensed about Bangladesh

কী জানালেন আসফাকের স্ত্রী: কিন্তু এখন পরিস্থিতি অন্য রকম। সংবাদ মাধ্যমকে এড়াচ্ছেন আসফাক। তাঁর স্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, সবার মতো তাঁরাও খবরের কাগজ আর টিভি থেকেই সবটা জানতে পারছেন। তিনি আরো জানিয়েছেন, পরিবারের সদস্যদের মধ্যে যেমন কথাবার্তা হয় তেমনি ইউনূসের (Muhammad Yunus) সঙ্গেও কথা হয়েছে তাঁদের শপথ গ্রহণের পর। ইউনূসের স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তাঁরা। তবে সব কিছুই পারিবারিক কথা হয়েছে বলে জানান আসফাকের স্ত্রী ইশা হোসেন। তাও প্রায় এক মাস আগে তাঁদের কথা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন : ৩ ডজন মেশিন ১০ দিন ধরে গুনেছিল টাকা! এই সাংসদের বাড়িতে হয় দেশের সবথেকে বড় আয়কর হানা

বাংলাদেশের পরিস্থিতি দেখে অসুস্থ শ্যালক: ইশা হোসেন আরো বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে কারোরই মন মেজাজ ভালো নেই তাঁদের। আসফাকের শরীর, মন কোনোটাই ভালো নেই বলেও জানান তিনি। তবে ওই দেশে কী ঘটছে না ঘটছে সে বিষয়ে তাঁদের কিছুই বলার নেই বলেও মন্তব্য করেন ইশা হোসেন।

আরো পড়ুন : সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইউনূস সরকার! জেলবন্দি চিন্ময় কৃষ্ণকে ওষুধ দিতে যাওয়ার “অপরাধে” গ্রেফতার ২

তিন ভাই এবং এক দিদির মধ্যে আসফাক হোসেন মেজো। তবে দুই ভাই প্রয়াত হয়েছেন। এর আগে আসফাক জানিয়েছিলেন, শান্তির জন্য সবকিছুই করতে পারেন মহম্মদ ইউনূস। সাধারণ জীবনযাপনই পছন্দ করেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর