আম্বানির বাড়ির বাইরে বিস্ফোটক সামগ্রী বোঝাই গাড়ি রাখার দায় স্বীকার করল জইশ-উল-হিন্দ

বাংলা হান্ট ডেস্কঃ জঙ্গি সংগঠন নতুন একটি বার্তার মাধ্যমে ভারতের গোয়েন্দা বিভাগকে চ্যালেঞ্জ জানিয়েছে। জঙ্গিদের বার্তায় লেখা আছে, ‘থামাতে পারলে থামিয়ে নাও। তোমরা কিছুই করতে পারবে না! তোমাদের নাকের তলা দিয়ে দিল্লীতে আমরা হিট করেছি। তোমরা মোসাদের (ইজরায়িলি গোয়েন্দা বিভাগ) সঙ্গে হাত মিলিয়েছ। কিন্তু কিছু করতে পারোনি।” শেষে মুকেশ আম্বানিকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘তুমি জানো তোমাকে কি করতে হবে। শুধু টাকা ট্র্যান্সফার করে দাও। তোমাকে আগেই এই নিয়ে বলা হয়েছে।”

বলে রাখি, ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধন কুবের মুকেশ আম্বানির বাড়ির বাইরে একটি সন্দেহজনক গাড়ি পাওয়া গিয়েছিল। সেই গাড়ি থেকে ২০ টি জেলেটিনের স্টিক উদ্ধার হয়েছিল। চাঞ্চল্যকর এই ঘটনায় গোয়েন্দা বিভাগের ঘুম উড়েছে। গাড়ির খবর পেতেই মুম্বাই পুলিশের বম্ব স্কোয়াড মুকেশ আম্বানির বাড়ির সামনে পৌঁছে যায়। পুলিশ আশেপাশের এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করে।

পুলিশ জানায় ওই সন্দেহজনক গাড়ি অনেকক্ষণ ধরেই আম্বানির বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। সন্দেহ হওয়ার পর সুরক্ষা কর্মিরা পুলিশকে এই বিষয়ে অবগত করায়। বম্ব স্কোয়াড গাড়ি থেকে বোমা বানানোর সামগ্রী উদ্ধার করে।

পুলিশ জানায়, গাড়িতে একটি হুমকি ভরা পোস্টারও পাওয়া যায়। মহারাষ্ট্র সরকার এই ঘটনাকে গম্ভীর ভাবে নিয়ে আম্বানির পরিবারের সুরক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে। মুকেশ আম্বানির বাড়ির আশেপাশের এলাকাতেও সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। আম্বানির বাড়ির সামনে জেলেটিন ভরা ওই গাড়ির রাখার দায় স্বীকার করেছে জইশ-উল-হিন্দ।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর