ছুটে চলেছে jio কর্ণধার মুকেশ অম্বানির ‘অশ্বমেধের ঘোড়া’; এবার কিনলেন বিগবাজার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতিতে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়লেও Jio এর কর্ণধার মুকেশ অম্বানির (mukesh ambani) অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। একের পর এক আন্তর্জাতিক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে রিলায়েন্স যেমন নিজের সমস্ত ঋণ মিটিয়ে দিয়েছে, পাশাপাশি বিশ্বের ধনীতম মানুষদের তালিকায় অনেকটাই উঠে এসেছেন মুকেশ আম্বানি। এবার তিনি ফিউচার গ্রুপের বিগবাজারও (big bazar) কিনে নিলেন।

   

বিগবাজার নিয়ে বহু দিন ধরেই চলছিল জল্পনা। কিশোর বিয়ানির হাতে গড়া এই সংস্থা লকডাউনে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিল। অন্যদিকে খুচরো ব্যাবসার দিকে ঝুঁকছে রিলায়েন্সও। ইতিমধ্যেই জিও মার্ট নামে ইকমার্স বাজারে এসে গিয়েছে জিও৷ এবার বিগবাজার কিনে খুচরো ব্যাবসাতেও নামতে চলেছে জিও।

জানা যাচ্ছে, রিলায়েন্স বিগবাজারে ৭৪ হাজার ৭১৩ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। ভবিষ্যতে আরো লগ্নি করতে পারে ১৬০০ কোটি টাকা। তবে ফিউচার গোষ্ঠীতে রিলায়েন্স এর প্রতিদ্বন্দ্বী ওয়ালমার্টের যে ১.৩ শতাংশ শেয়ার রয়েছে তার কি হবে সেই সম্পর্কে এখনো প্রকাশ্যে বিবৃতি দেয় নি কোনো সংস্থাই।

মনে করা হচ্ছে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে খুচরো ব্যাবসায় নিজেকে নথিভুক্ত করতে পারে মুকেশ আম্বানির সংস্থা৷ সেই লক্ষ্যকেই পাখির চোখ করে এই বিগবাজার অধিগ্রহণ। এই প্রসঙ্গে মুকেশ আম্বানির মেয়ে ঈশা অম্বানি জানিয়েছেন, বিগবাজারকে ঘরে স্থান দিতে পেরে তারা খুশি। অন্যদিকে বিগবাজার যার মস্তিষ্কপ্রসূত সেই বিয়ানি জানিয়েছেন, এই পুনর্গঠন তার সংস্থাকে সাহায্য করবে।

প্রসঙ্গত, এর আগে ফিউচার গোষ্ঠীর আরেকটি বড় শাখা প্যান্টালুন্স বিক্রি হয়ে গিয়েছিল। এই মুহুর্তে প্যান্টালুন্সের মালিক আদিত্য বিড়লা গ্রুপ।

 

সম্পর্কিত খবর