মোদীর সঙ্গে মমতার সাক্ষাত নিয়ে সাবধানী জবাব দিলেন মুকুল রায়

বাংলা হান্ট ডেস্ক : বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ করতে দিল্লী যাচ্ছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রাধনমন্ত্রীর সঙ্গে আলচনা করতেই মঙ্গলবার দিল্লী রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী ও মোদী সাক্ষাত্কার নিয়ে কিন্তু বেশ সাবধানী মুকুল রায়। তাই সোমবার মুখ্যমন্ত্রীর দিল্লী যাত্রা পাকা হয়ে যাওয়ার পর মুকুল রায় জানিয়েছেন,বললেন, ফেডারেল স্ট্রাকচারে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রী সে বিষয়ে কতটা সময় দেবেন সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুকুল। তবে হঠাত্ই মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাত কিন্তু অন্য কথা বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। যতই সমস্যা নিয়ে আলচনা করার কথা বলুন না কেন, আসলে বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রয়েছেন সকলে।

তবে হাইকোর্টে রাজীব কুমার মামলা যেভাবে মুখ থুবড়ে পড়েছে তাতে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন , মুখ্যমন্ত্রীর দিল্লী সফর পুরোটাই যেন পরস্পর সম্পর্কযুক্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই ধোঁয়াশা কাটাতে মুকুল রায়কে এবিষয়ে প্রশ্ন করা হলে, তিনি সোজাসাপটা জবাব দিয়ে জানিয়েছেন,“আমাদের দেশের প্রশাসনিক কাঠামো অনুযায়ী, মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সময় দেবেন কিনা, সেটা তাঁর বিষয়। এই নিয়ে কোনও রাজনৈতিক দলের মন্তব্য করা ঠিক নয়।” একইসঙ্গে, তিনি আরও জানিয়েছেন রবিবার অবধি যে মুখ্যমন্ত্রী প্রধান মন্ত্রীর বিরুদ্ধে আক্রমনাত্মক ছিলেন তিনি হঠাত্ কেন আবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন সেই কারণ, বিজেপির পক্ষে বলা সম্ভব নয়।

   

তবে দিল্লী সফরের পিছনে রাজীব মামলার কোনো যোগ আছে কি না তা জানতে একেবারে উদগ্রীব বঙ্গ রাজনীতি।17-20 সেপ্টেম্বর অবধি দিল্লী সফরের পরই সব উত্তর পাওয়া যাবে, তাই মোদী-মমতা সাক্ষাতে আসলে কি হয় তা দেখা সময়ের অপেক্ষা।

সম্পর্কিত খবর