অনুব্রত বিজেপি যোগ করতে জন্য আমাদের সাথে যোগাযোগ রাখছে ঃ মুকুল রায়

বাংলাHunt : গতকাল বীরভূমের দাপুটে তৃনমল নেতা অনুব্রত মণ্ডল বলেন যে মুকুল রায় রাজনিতিতে বাচ্চা ছেলে। ২৩শে মে এর পর বোঝা যাবে পাল্টা মুকুল রায়, আজ বলেন আমি একাধিক ভোট করিয়েছি এবং তার অভিজ্ঞতা আছে। ২৩শে মে পর বীরভূমের একটি আসুন বিজেপি জিতবে এবং আরেকটি সম্ভাব্য বিজেপি জিতছে।

এর ফলে চাপের মুখে পড়তে পারে অনুব্রত। তাই তিনি বিজেপিতে আসার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখছেন। তাহলে সত্যিই কি অনুব্রত মণ্ডল যোগাযোগ রাখছেন। কারন ভোট কমলে বা আসুন হারলে অনুব্রত চাপের মুখে পড়তে হতে পারে। এই বছর কড়া হুশিয়ারি দিয়েছেন নেত্রী।

যদি তৃণমূলে থেকে বহিস্কার করা হয় তাহলে কি বিজেপিতে যোগদান করবে, সেই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে কিন্তু এই রকম প্রশ্ন উত্তর দিতে চাইনি অনুব্রত মণ্ডল, তিনি বলেন মোদী ক্ষমতায় আসবে না কিন্তু পাল্টা বিভিন্ন সমীক্ষা এবং মানুষের স্বতঃস্ফূর্ত ভোট দেখে বিজেপির পক্ষে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এ বছর ক্ষমতায় আসবে এবং বাংলা থেকে তারা অর্ধেকের বেশি আসন পাবে।

মুকুল রায় ও পাল্টা বলেন এবার বাংলা থেকে বিজেপি ২৭টি আসুন পারে।

সম্পর্কিত খবর