সহানুভূতি নেই আহত চিকিৎসকদের প্রতি, পদত্যাগ করুক মমতা : বিস্ফোরক মুকুল

বাংলা হান্ট ডেস্ক: বিজেপিনেতা মুকুল রায় কটাক্ষ করলেন SSKM-এ মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে, তিনি বলেন, “আহত চিকিৎসকদের প্রতি কোনও সহানুভূতি নেই, এই কথা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। ওঁর পদত্যাগ করা উচিত।” মুকুল আরও বলেন, “হিটলারকেও হার মানিয়েছেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের হোস্টেল ছাড়ার যে কথা বলছেন, তা অনৈতিক।”

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেন SSKM-এ রোগীর পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়ে। তিনি বলেন, “এরা ডাক্তার! কী ভেবেছে কী ওরা? অনেকে নাটক করছে। যারা নাটক করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাদের বুদ্ধিতে কাজ করছে ওরা? ডাক্তারিতে হিন্দু মুসলমান হয় না।”b15a6 76eb902b 1b4d 430a a52d 2aa4db1969bd

   

এই ঘটনার তীব্র নিন্দা করেছে মুকুল রায়। ওনার মতে, একজন মুখ্যমন্ত্রীর মুখে এই রকম কু-বাক্য মানানসই নয়। আহত চিকিৎসকদের প্রতি যার কোন সহানুভূতি নেই, সেই মুখ্যমন্ত্রীর এক্ষুনি পদত্যাগ করা উচিত।

সম্পর্কিত খবর