একদিকে ঘাস দিলে অন্যদিকে দুধ বেরোবে, রাহুল গান্ধীকে ব্যঙ্গ করে অ্যাড বানানোয় অফিসে ভাঙচুর কংগ্রেস কর্মীদের

বাংলাহান্ট ডেস্কঃ বিজ্ঞাপনে ‘ব্যঙ্গ’ করা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং প্রাক্তণ সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে! এই অভিযোগ ঘিরে তোলপাড় মুম্বাই (Mumbai)। হেলথ ড্রিঙ্ক স্টোরিয়া সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ এনে অফিস ভাঙচুর চালায় মুম্বাই কংগ্রেস।

সম্প্রতি ওই সংস্থা একটি ভিডিও বিজ্ঞাপন প্রচার করে। যাতে ইচ্ছেকৃত ভাবে ‘ব্যঙ্গ’ করা হয় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে (Rahul Gandhi) বলে অভিযোগ। তারপরই মুম্বাই যুব কংগ্রেস এবং কংগ্রেসের (Mumbai Congress)  একটি দল ওই কোম্পানির অফিসে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি মুম্বাই কংগ্রেসের তরফে একটি বিবৃতি দিয়ে সেই হামলার কথা স্বীকারও করা হয়।

যে বিজ্ঞাপনী ভিডিওটি প্রকাশিত হয়েছে, তাতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধীর অনুকরণে দুটি চরিত্র ব্যবহার করা হয়েছে। আর তাতেই বেজায় চটেন মুম্বাই কংগ্রেস। তাদের অভিযোগ ওই ভিডিওর মাধ্যমে অপমান করা হয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। তারা এক টুইট বিবৃতির মাধ্যমে জানিয়ে দেয় দলের (Congress) সভাপতি ভাই জগতাপ (Bhai Jagatap) এবং সাধারণ সম্পাদক নীতিন সাওয়ান্তের নেতৃত্বেই ওই কোম্পানির ইস্ট অন্ধেরির অফিসে ভাঙচুর চালানো হয়।

এই ভাঙচুর কাণ্ডের পরই মুম্বাইয়ের কংগ্রেস প্রেসিডেন্ট অশোক (ভাই) জগতাপ একটি টুইট করেন। সেখানে ওই কোম্পানিতে ভাঙচুর চালানোর জন্য কংগ্রেস কর্মী-সমর্থকের বাহবা দেন। সঙ্গে তিনি এও জানান যে, এই ধরণের ‘খারাপ’ বিজ্ঞাপন কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না। এমনকি ওই সংস্থার তরফে এই বিজ্ঞাপন প্রত্যাহার করে না করা হলে করোনার মধ্যেই মুম্বাই জুড়ে বৃহত্তর আন্দোলের ডাক দেন তিনি।

সম্পর্কিত খবর