মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ! ১২ জানুয়ারি বড় রায় দিতে পারে আদালত

বাংলা হান্ট ডেস্কঃ জাতীয় সঙ্গীত (National Anthem) ‘অবমাননা’র অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে গত ডিসেম্বরে দায়ের হয়েছিল মামলা। ২০২৩ এর আগামী ১২ জানুয়ারি এই মামলার রায় ঘোষনা করতে পারে মুম্বাইয়ের (Mumbai) মাঝগাঁও নগর দায়রা আদালত। মঙ্গলবার ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর খবর অনুযায়ী, এ বিষয়ে আদালতের নিকট মমতা ব্যানার্জীর তরফে যে আবেদন জানানো হয়েছে, আগামী ১২ জানুয়ারি সে বিষয়ে রায় দিতে পারে আদালত।

ঠিক কী ঘটেছিল? গত ১ ডিসেম্বর বিশিষ্ট গীতিকার ও কবি জাভেদ আখতারের উদ্যোগে একটি কর্মসূচিতে যোগদান করতে মুম্বইয়ে পৌঁছেছিলেন তৃণমূল নেত্রী। সেখানে দেশের বিশিষ্টজনেদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তবে সেই অনুষ্ঠানেই ঘটে বিপত্তি। উক্ত অনুষ্ঠানেই জাতীয় সঙ্গীত অবমাননার মত গুরুতর অভিযোগ ওঠে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে। অভিযোগে সরব হন মুম্বাইয়ের বিজেপি (BJP) নেতা।

বিজেপি তরফে কী অভিযোগ করা হয়েছিল? গেরুয়া শিবির অভিযোগ আনে, সেদিনের অনুষ্ঠান চলাকালীন জাতীয় সঙ্গীতের প্রথম থেকেই উঠে দাঁড়াননি মুখ্যমন্ত্রী। মাঝখানে বেশ কিছুটা গান হয়ে যাওয়ার পর তাঁকে উঠে দাঁড়াতে দেখা গেছে। অনুষ্ঠান চলাকালীন মমতা প্রথমে বসে, তারপর উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন। পাশাপাশি, সংগীতের কয়েকটি লাইন উচ্চারণের পর হঠাৎ জাতীয় সঙ্গীত থামিয়ে দিয়ে বলে ওঠেন, ‘জয় মহারাষ্ট্র’। শুধু তাই নয় বিরোধীদের আরও দাবি, এরপর জাতীয় সংগীত চলাকালীনই মঞ্চ ছেড়ে বেরিয়ে যান তৃণমূল নেত্রী।

mamata

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে অভিযোগ আনে পদ্ম শিবির। তারপরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোর্টে যায় বিজেপি।আদালতে মামলা করার আবেদন জানান মুম্বই বিজেপির সম্পাদক। তাঁর অভিযোগ, এ বিষয়ে থানায় অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এর পরই নগর দায়রা আদালতে মামলা করেন তিঁনি। জাতীয় সঙ্গীত ‘অবমাননা’র বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলায় আগামী ১২ জানুয়ারি মুম্বইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর