ব্যর্থতা কাটিয়ে সাফল্যের মুখ দেখতে মার্ক বাউচারকে দেওয়া হলো রোহিতদের কোচিংয়ের দায়িত্ব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলের গত দুটি মরশুম খুব একটা ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। পাঁচ বারের শিরোপাজয়ীরা গত দুই মৌসুমে একেবারেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেননি। তাই এবার বড় চমক দিল মুম্বাই ইন্ডিয়ান্স। সদ্য দক্ষিণ আফ্রিকার কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেওয়া কিংবদন্তি প্রোটিয়া উইকেট-রক্ষক মার্ক বাউচারকে এবার থেকে অর্থাৎ আইপিএল ২০২৩ থেকে আইপিএলের সবচেয়ে সফল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে।

উইকেট-রক্ষক এবং একজন ব্যাটার হিসাবে মার্ক বাউচারের কেরিয়ার রীতিমতো নজরকাড়া এবং তার নামের পাশে একজন উইকেটরক্ষক হিসাবে সর্বাধিক টেস্ট উইকেট শিকারের রেকর্ডটিও রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি কিছুদিন দক্ষিণ আফ্রিকার শীর্ষ-স্তরের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি “টাইটানসের” কোচ হিসেবে কাজ করেছিলেন।

এই সময় বাউচার প্রথম তাদের পাঁচটি ঘরোয়া শিরোপা জিততে সাহায্য করেন। তার কোচ হিসেবে দক্ষতা দেখে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড মার্ক বাউচারকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেন। কোচ হিসেবে তিনি ১১ টি টেস্ট, ১২টি ওয়ান ডে এবং ২৩ টি টি-টোয়েন্টি ম্যাচে জিততে সাহায্য করেছেন দক্ষিণ আফ্রিকাকে।

রিলায়েন্স জিও ইনফোকম চেয়ারম্যান এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি বলেছেন, “মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারে কিংবদন্তি মার্ক বাউচারকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত৷ মাঠে এবং বাইরে তিনি ক্রিকেটীয় ক্ষেত্রে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এবং তার সাথে নিজের দলকে জয়ের পথে পরিচালিত করায় তার জুড়ি মেলা ভার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার সাফল্য কামনা করছি।

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছসিত মার্ক বাউচারও। প্রোটিয়া কিংবদন্তি বলেছেন, “মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়া আমার কাছে সম্মান ও গর্বের বিষয়। ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারা কতটা সফল সেটা সকলেই জানেন। ক্রিড়াজগতে মুম্বাই ইন্ডিয়ান্সের নাম সম্মানের সাথে উচ্চারিত হয়। আমি এই নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছি এবং সকলের সাথে মিলে কাজ করতে চাই।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর